২০২৪ আইপিএলে প্লে-অফে উঠতে না পারার হতাশা চেপে রাখতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। তিনি ম্যাচের পর বিরাট কোহলিদের সঙ্গে হাত মেলাতে এসেও ফিরে গেলেন ড্রেসিংরুমে। আসলে ধোনি পুরো দলের সঙ্গে মাঠে এসেছিলেন ম্যাচের পর সৌজন্য বিনিময় করে করমর্দন করতে। কিন্তু তখন প্লে-অফের ওঠার উৎসবে এতটাই মেতেছিলেন আরসিবি প্লেয়াররা যে, তারা সিএসকে প্লেয়ারদের সঙ্গে 🌼হাত মেলাতেই আসেননি। আর তাতেই বিরক্ত হয়ে কোহলিদের সঙ্গে হাত না মিলিয়েই ধোনি ফিরে যান ড্রেসিংরুমে। যাওয়ার সময়ে অবশ্য বেঙ্গালুরুর সাপোর্টস্টাফ এবং বাকি যে সমস্ত প্লেয়াররা মাঠে ঢুকছিলেন, তাঁদের সঙ্গে হাত মিলিয়ে সাজঘরে ফিরে যান 𒀰ধোনি। সিএসকে-র বাকি প্লেয়াররা অবশ্য মাঠেই ছিলেন।
কোহলিদের সঙ্গে হাত মেলালেন না ধোনি
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরে প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। ২১৮ রান তাড়া করতে নেমে, চেন্নাই যদি ম্যাচ না জিতেও ২০১ রান করতে পারত, তবেই আইপিএলের প্লে-অফে জায়গা করꦐে নিত তারা। কিন্তু সেটাও হয়নি। সুবিধাজনক জ𝔍ায়গায় থেকেও আইপিএল থেকে ছিটকে যেতে হবে, ভাবতেই পারেননি পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ধোনি। যে কারণে এমনি মেজাজ ভালো ছিল না মাহির। তার মধ্যে কোহলিদের অপেক্ষা করানো দেখে আর বিরক্তি ধরে রাখতে পারেননি তিনি।
আরও পড়ুন: তিন জন প্রধান প্লেয়ারের চোটই পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুরাজ๊ের
তবে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু পুরো সিএসকে দলের সঙ্গে ডাগআউট থেকে বেরিয়ে এসে এক লাইনে মাঠের দিকে যাচ্ছিলেন ধোনি। তিনিই লাইনের সবার আগে ছিলেন। কিন্তু আরসিবি খেলোয়াড়রা তাদের উদযাপনে মগ্ন ছিলেন। এই অবস্থায় চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়দের কিছুক্ষণ লাইন🦂ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আরসিবি-র প্লেয়ারদের সঙ্গে হাত মেলানোর জন্য। তবে কিছুক্ষণ অপেক্ষার পর ড্রেসিংরুমে ফিরে যান ধোনি।
ধোনির মান ভাঙাতে সিএসকে ড্রেসিংরুমে গেলেন কোহলি?
এদিকে, চেন্নাইয়ের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার সময় ধোনির খোঁজ করেছিলেন বিরা🤪ট কোহলি। কিন্তু ততক্ষণে তিনি চলে গিয়েছেন সাজঘরꩲে। সকলের চোখের আড়ালে। অন্য একটি ভিডিয়োতে দেখা গিয়েছে যে, ধোনিকে মাঠে অনুপস্থিত দেখে বিরাট কোহলি তাঁর সঙ্গে দেখা করতে সোজা সিএসকে-ক ড্রেসিংরুমে চলে যান।
সমালোচনা ভন, হর্ষ ভোগলের
তবে ধোনিকে অপেক্ষায় রাখার জন্য আরসিবি প্লেয়ারদের তীব্র সমালোচনা করেছেন মাইকেল ভন। ম্যাচের পরে ভন আরসিবি খেলোয়াড়দের তাদের সচেতনতার অভাবের জন্য তিরস্কার করে বলেছেন, এটাই ছিল আরসিবি খেলোয়াড়দের সচেতনতা দেখানোর সময়। ম্যাচের পর ক্রিকবাজে কথা বলার সময়ে ভন বলেছেন,ꦍ ‘আরসিবি-র প্লেয়ারদের কি সচেতনতা দেখানোর সময় ছিল না? আমরা জানি না। যদি এটি এমএস ধোনির শেষ খেলা হয় এবং আরসিবি-র প্লেয়াররা উদযাপন করতে, গোটা মাঠ ঘুরছিল, যখন ওদের অপেক্ষা করা উচিত ছিল কিংবদন্তির সঙ্গে হাত মেলানোর জন্য।’
তিনি এখানেই না থেমে আরও বলেছেন, ‘আগে হ্যান্ডশেক করে, তার পর সেলিব্রেশন করাই যেত। আমি আরসিবি প্লেয়ার হতে চাই না। তার পর আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এমএস ধোনি যখন অবসর ঘোষণা করবে, তখন আমাকে যেন ভাবতে না হয়, আমি ওর 💙সঙ্গে প্রথমে গিয়ে হাত মেলানোর শালীনতাটুকুও দে🌠খাইনি।’
হর্ষ ভোগলে আবার দাবি করেছেন, ‘ম্যাচ শেষে করমর্দন করাটা আমাদের খেলার এক আলাদাই সৌন্দর্য। সেল🌟িব্রেশন অবশ্যই করবেন ক্রিকেটাররা, কিন্তু হাত মেলানোর পর করলে ভালো হত।’