প্রাক্তন ভারতের উইকেটরক্ষক পার্থিব প্যাটেল তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছেন। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স ম্যাচের পর, গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েই তিনি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। ম্যাক্সওয়েলকে আই💟পিএলের ইতিহাসে সবচেয়ে ওভাররে♒টেড খেলোয়াড় বলে দাবি করেছেন পার্থব।
ম্যাক্সওয়েল এই মরশুমে আইপিএলে একেবারে ছন্দে নেই। মাঝে ꩵমানসিক স্বাস্থ্যের কথা বলে তিনি টুর্নামেন্টের মাঝপথে বিরতিও নিয়েছিলেন। বেশ কিছু ম্যাচ তিনি খেলেননি। তাতেও হাল বদলায়নি। তারকা অজি অলরাউন্ডার টাইটান্সের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে একাদশে ফিরেছিলেন। বল হাতে সেই ম্যাচে তিনি শুভমন গিলের উইকেট তুলে নিয়েছিলেন। তবে বি꧑রাট কোহলি এবং উইল জ্যাকস মিলে রান তুলে নেওয়ায়, তাঁকে আর ব্যাট করতে নামতে হয়নি।
শনিবার ফের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে বব করেননি ম্যাক্সওয়েল। তবে ব্যাট হাতে তাঁর পরিষেবার প্রয়োজন ছিল। ৫.৫ ওভারে ফ্যাফ ডু'প্লেসি আউট হওয়ার পর, দ্রুত আরও ২ উইকেট হারিয়েছিল আরসিবি। তবে ম্যাক্সওয়েল পাঁচে ব্যাট করতে নেমে নিরাশ করেন। ৩ বলে মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন তিনি। যদি বেঙ্গালুরু ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয়, তবে তিনি যদি🧸 উইকেটে থেকে দলের হাল ধরতেন, তবে আরসিবি কিছুটা হলেও রানরেট বাড়িয়ে নিতে পারত।
আরও পড়ুন: গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবলের বিশাল লাফ RCB-র, কপাল পুড়ল 🎀GT, PBKS, MI সহ অনেকেরই
ম্যাক্সওয়েলের এই ইনিংস দেখার পর পার𒊎্থিব প্যাটেল নিজের এক্স হ্যান্ডলে গিয়ে লিখেছেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল...তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড খেলোয়াড়...’।
তাঁর এই পোস্টটির পর ভক্তদের মধ্যে মিশ🔯্র প্রতি🌠ক্রিয়া তৈরি হয়েছে। যখন কেউ কেউ পার্থিবের প্যাটেলের সমালোচনা করেছেন, অনেকে আবার তাঁর দাবি সমর্থন করেছেন।
২০২৪ আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরম্যান্সের খতিয়ান
এটি সম্ভবত ম্যাক্সওয়েলের সবচেয়ে খারাপ আইপিএল মরশুম হতে চলেছে, যদি না তিনি শেষ কয়েকটি ম্যাচে বিশাল কিছু পার্থক্য গড়ে দিতে পারেন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এই মরশুমে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫.১৪ গড়ে এবং ৯৭💙.২৯ স্ট্রাইকরেটে মাত্র ৩৬ রান করেছেন। সেই সঙ্গে ৮.৬৬ ইꦓকোনমি রেটে পাঁচটি উইকেট নিয়েছেন।