১৯৯৯ সালের বিশ্বকাপের পর চরম দুরবস্থায় পড়ে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ গড়াপেটার অন্ধকারে পড়ে যায় টিম ইন্ডিয়া। অচলাবস্থা দেখা যায় ভারতীয় ক্রিকেটে। পরে সচিন তেন্ডুলকরকে অধিনায়ক হয়েও কয়েকদিন বাদেই পদত্যাগ করেন এবং দায়িত্ব দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলে অভিষেক ঘটে যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধ🌱োনি, হরভজন সিং, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগের মতো একাধিক নক্ষত্রের।
এইসব ক্রিকেটারদের মধ্যেই একজন টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটরক্♍ষক ব্যাটার পার্থিব প্যাটেল। এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে নিয়ে মুখ খুললেন তিনি। পার্থিবের বক্তব্য, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া ধোনি ও কোহলির নেতৃত্বেও খেলেছেন তবে একমাত্র দাদাই তাঁর সবচেয়ে প্রিয় এবং তাঁর প্রতি রয়েছে দুর্বলতাও। যদিও বাকি অধিনায়কদেরও প্রশংসা করেছেন প্রাক্তন উইকেটরক্ষক।
আজ থেকে বছর ২৪ আগে নতুন ক্রিকেটারদের অভাবে ভুগছিল টিম ইন্ডিয়া। ২০০০ সালে তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় এবং তাঁর হাত ধরেই টিম ইন্ডিয়ায় জায়গা পান একাধিক বড় নাম। এদের সবার মাঝে ছিলেন স্বয়ং ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। ২০০২ সালের শেষের দিকে ইংল্যান্ড সফরে তিনি জায়গা দেন পার্থিব প্যাটেলকে। সেই 💃পার্থিব প্যাটেলই বছরখানেক বাদে এক বড় ক্রিকেটার হয়ে ওঠে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং জানান, কি কারনে সৌরভ গাঙ্গুলী প্൩রতি দুর্বলতা রয়েছে তাঁর।
পার্থিব বলেন, 'দেখুন আমি ধোনি, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, সবার নেতৃত্বেই ক্রিকেট খেলেছি। তবে যদি কেউ আমাকে আমার প্রিয় অধিনায়ক কে জিজ্ঞেস করেন, তাহলে শুধু একজনের নামই আমি বলবো। সেটি হল সৌরভ গঙ্গোপাধ্যায়। আমি এটা বলছি না যে বাকিরা কেউ ভালো নয়, কিন্তু আমার মতে সেরা দাদাই। উনি যেভাবে দলকে চালিয়ে গিয়েছিলেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। এমনকী,🍌 যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যে উনি সব ক্রিকেটারদের কথা মন দিয়ে শুনতেন এবং সবাইকে সময় দিতেন। এটি ওনার সবচেয়ে দুর্দান্ত একটি গুণ।'
পাশাপাশি বাকি অধিনায়কদেরও প্রশংসা করেন পার্থিব। তিনি বলেন, 'মহেন্দ্র সিং⭕ ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। এটা নিয়ে কোনও কথাই হবে না। খুব ঠান্ডা মাথার অধিনায়ক উনি। আমি বিরাট কোহলি ও গৌতম গম্ভীর, দুজনের নেতৃত্বেই খেলেছি। ওরা দুজনেও খুব ঠান্ডা মাথার। তবে আপনি যদি জিজ্ঞেস করেন দুজনের মধ্যে সবচেয়ܫে বেশি ঠান্ডা কে, তাহলে আমি বলবো গৌতম গম্ভীর। বিরাট একটু আগ্রাসী বিশেষ করে ওর উদযাপন করার ধরনটাই সব ক্রিকেটারের চেয়ে আলাদা।'