অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম কি আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে? দুটি দলে বিভক্ত হয়ে পড়েছেন প্যাট কামিন্স এবং স্টিভ স্মিথরা? পার্থে ভারতের হাতে ২৯৫ রানে ধ্বংস হওয়ার মধ্যেই সেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। বিশেষত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট যে মন্তব্য করেছেন, তাতে অনেকে মনে করছেন যে অস্ট্রেলিয়ার ব্যাটার এবং বোলারদের মধ্যে বিভাজন তৈরির স্পষ্ট ইঙ্গিত লুকিয়ে আছে। আর পুরোটার নেপথ্যে আছে জোশ হেজেলউডের একটি ম𝕴ন্তব্য। পার্থ টেস্টের তৃতীয় দিনের শেষে মার্নাস ল্যাবুশানদের ব্যর্থতা নিয়ে একটি প্রশ্নের প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার তারকা পেসার জানান যে এই বিষয়টা জিজ্ঞাসা করা উচিত ব্যাটারদের। তাঁরা এখন পরের টেস্টের কথা ভাবছেন।
পার্থে তৃতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার তরফে সাংবাদিক বৈঠকে আসেন হেজেলউড। তখন তাঁদের মাথার উপরে ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা বোঝা চাপিয়ে দিয়েছে ভারত। রান তাড়া করতে নেমে ১২ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। আর সেই আবহে সাংবাদিক বৈঠকে হেজেলউডকে প্রশ্ন করা হয় যে 'আগামিকাল (সোমবার) আপনাদের মানসিকতা কেমন﷽ থাকবে? আজ কি হল? সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনারা কাল কি করবেন?'
সেই প্রশ্নের জবাবে হেজেলউড বলেন, ‘সম্ভবত 🎶একজন ব্যাটারকে সেই প্রশ্নটা করা উচিত আপনার। আমি এখন আরাম করব। 🐻ফিজিয়োর কাছে যাব। কিছুটা রিকভারির চেষ্টা করব। আমি সম্ভবত পরবর্তী টেস্টের দিকেই বেশি নজর দেব এবং ভাবব যে এই ব্যাটারদের বিরুদ্ধে কী পরিকল্পনা করা যায়।’
আরও পড়ুন: Bumrah's superb plan for Head wicket: কীভাবে হেডকে আউট করতে হয়? 𒐪রোহিতের সামনেই দেখালেন অধিনায়ক বুমরাহ! আগ্রাসী বিরাটও
অস্ট্রেলিয়ার তারকা পেসার আরও দাবি 🐻করেন, 'আমার ধারণা, ব্যাটাররা যে প্রস্তুতি নেয়, তাতে অবিচল আছে। ওরা সকালে অনুশীলন করবে। প্রথম ইনিংসে যা হয়েছিল, সেটা নিয়ে কথা বলবে। কীভাবে সেটার মোকাবিলা করবে, কীভাবে এগিয়ে যাবে এবং কীভাবে উন্নতি করবে, সেটা নিয়ে আলোচনা করবে।'
ঝামেলা শুরু অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে? গিলি বললেন….
আর সেই মন্তব্যের প্রেক্ষিতে ফক্স স্পোর্টসে গিলক্রিস্ট বলেন, 'এটা বলছে যে ড্রেসিংরুমে সম্ভবত বিভাজন তৈরি হয়েছে। আমি জানি না যে সেটা হয়েছে কিনা। হয়তো আমি (হেজেলউডের মন্তব্য নিয়ে) বেশি কাটাছেঁড়া ক🥂রছি।' সেইসঙ্গে তিনি বলেন, 'আমি ভাবছি যে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের দলের ব্যাটার এবং বোলারদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে কিনা।'
আরও পড়ুন: WTC Points Tab🎶le and Equation: অজিদের গুঁড়িয়ে 🌼WTC-র মুকুট ফিরে পেল ভারত! ফাইনালে যেতে কী করতে হবে? রইল অঙ্ক
উস্কে দিলেন ভন, পালটা ওয়ার্নারের
অন্যদিকে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে বিভাজন তৈরি হয়েছে বলে যে জল্পনা শুরু হয়েছে, সেটা আরও উসকে দেওয়ার কোনও সুযোগ ছাড়েননি 🌳ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ফক্স স্পোর্টসে তিনি দাবি করেছেন যে অস্ট্রেলিয়ার দলে কখনও এরকম দেখেননি।
আরও পড়ুন: IND vs AUS 1st T🐽est 4th Day Live: ২৩৮ রানে শেষ অস্ট্রেলিয়া, পার্থে ২৯৫ রানে জিতল ভারত
যদিও হেজেলউডের মন্তব্যে বিভাজনের কিছু দেখছেন না ডেভিড ওয়ার্নার। ওই সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘ওই কথাটার হয়ত কোনও দরকার ছিল না। কিন্তু সেটার মানে এই নয় যে অস্ট্রেলিয়ার 𒊎ড্রেসিংরুমে বিভাজন তৈরি হয়েছে। মাঠে একটা লম্বা দিনের পরে ইংল্যান্ডের ড্রেসিংরুমে ফিরে ব্রডি (স্টুয়ার্ড ব্রড) বা জিমি (জেমস অ্যান্ডারসন) আসতে পারে এবং আঙুল ত✃ুলতে শুরু করতে পারে। কিন্তু আমার মনে হয় না যে কোনওরকম বিভাজন আছে।’