ভারতীয় দলে চলতি বছরটা খুব একটা ভালো যায়নি তারকা ক্রিকেটার রিঙ্কু সিংয়ের। এই বাঁহাতি মারকুটে ব্যাটার ২০২৩ সালের আইপিএলে নজর কেড়ে✱ছিলেন এক ওভারে পরপর পাঁচটি ছয় মেরে যশ দয়ালকে। এরপর ভারতের টি২০ দলেও সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। কিন্তু ২০২৪ সালটা যেন সব🌳 ওলট পালট করে দেয় তাঁর।
ভারতীয় দলের টি২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাননি রিঙ্কু সিং। আইপিএলেরও কলকাতা নাইট রাইডার্সের হয়ে তেমন নজর কাড়তে পারেননি। দুই ক্ষেত্রেই অবশ্য তাঁর দল চ্যাম্পিয়🦋ন হয়। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিমিত ওভারের সিরিজে সুযোগ পেলেও সেখানেও তেমন ছন্দে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি দলীপ ট্রফিতেও ব্যর্থ হন। এবার অবশ্য ঈশ্বরের স্বরণাপন্ন হলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার, হাতে করলেন নতুন ট্যাটু।
আরও𓆏 পড়ুন-‘ইংরেজ হলে এতদিনে ওকে অবসর নিতে🐼 বলত’! অশ্বিনকে সামনে রেখে ECBকে খোঁচা মন্টির...
আগেই রিঙ্কুর সিংয়ের হাতে একটি ট্যাটু ছিল। সেই ট্যাটুতে রিঙ্কু এঁকেছিলেন ঘড়ি। আইপিএলে প্রথমবার তাঁকে যেই সময় কলকাতা নাটই রাই🎉ডার্স নিয়েছিল সেই সময়কেই ট্যাটুতে আঁকিয়েছিলেন রিঙ্কু। এবღার তিনি নিজের হাতে নতুন ট্যাটু করালেন। সেখানে তিনি লেখালেন ভগবানের কথা। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন-গম্ভীর♓ের থেকে দ্রাবিড় অনেক বেশি গোছানো…প্রাক্তন বর্তমানের পার্থক্য ফাঁস অশ্বিনের…
রিঙ্কু সিং নিজের বাঁহাতে নতুন ট্যাটুতে লিখিয়েছেন, ‘গডস প্ল্যান’। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম🧔্যাচে যশ দয়াল ম্যাচ জেতানো বোলিং করেছিলেন। তারপর যꦆশকে উদ্বুদ্ধ করতে তাঁর উদ্দেশ্যেই রিঙ্কু সিং লিখেছিলেন ‘গডস প্ল্যান ’। পাশাপাশি সেই ট্যাটুতে নিজের এক ওভারে পাঁচটি ছয় মারার ঘটনাকেও সাজিয়ে তুলতে পাঁচটি ‘O’ আঁকিয়েছেন রিঙ্কু, (অর্থাৎ ওভারবাউন্ডারি)। ২০২৩ সালের ৯ এপ্রিল তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে যশ দয়ালের শেষ ওভারে পাঁচটি ছয় ম্যাচে কেকেআরের হাতে নাগালের বাইরে চলে যাওয়া ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন-ভুলে যা, এဣমনটা হয়🤪 জীবনে…আকাশদীপকে কখন এই পরামর্শ দিয়েছিলেন রোহিত?
♚ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে মাত্র ৬ রান করেছিলেন রিঙ্কু,যদিও বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। সামনে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ। সেখানেও সুযোগ পেতে পারেন তিনি। সেই সিরিজ থেকেই ফের ছন্দে ফিরতে চাইবেন ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার কাম ফিনিশার। কারণ ২০২৬ সালের টি২০ বিশ্বকাপܫের দলে সুযোগ পেতে গেলে এখন থেকে পারফরমেন্স করতে হবে তাঁকে। দেশের হয়ে ২৩টি টি২০ ম্যাচে রিঙ্কু সিং করেছেন ১৭৪ স্ট্রাইক রেটে ৪১৮ রান।