🔜 আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া টুর্নামেন্ট, রান ক🐓রায় বিরাম নেই রিঙ্কু সিংয়ের। হরিয়ানার বিরুদ্ধে রঞ্জির গত ম্যাচে মাঠে নেমে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন রিঙ্কু। এবার পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ফের হাফ-সেঞ্চুরি করলেন তিনি।
হরিয়ানার বিরুদ্ধে আগের ম্যাচে ১১০ বলে ৮৯ রানের আগ্রাসী ইনিংস খেলে আউ🅺ট হন রিঙ্কু সিং। সেই ইনিংসে তিনি মারেন ১💟০টি চার ও ৩টি ছক্কা। এবার পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রিঙ্কু। সাহায্য নেন ৬টি চার ও ১টি ছক্কার।
শেষমেশ ব্যক্তিগত ৬৮ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন কেকেআর তারকা। ১৩১ বলের ইনিংসে রিঙ্কু সিং মোট ৮টি চার ও ১টি ছক্কা মারেন। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে উত্ౠতরপ্রেদশকে বড় রানের লিডের পথে ঠেলে দেন রিঙ্কু।
⭕মুল্লানপুরে রঞ্জি ট্রফির এলিট সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব ও উত্তরপ্রদেশ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে প💝ঞ্জাব। তারা প্রথম ইনিংসে ২১০ রানে অল-আউট হয়ে যায়। পোখরাজ মন দলের হয়ে সব থেকে বেশি ৬১ রান করেন। ৫০ রান করেন সনভীর সিং। ৩৮ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন আনমোলপ্রীত সিং। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
উত্তরপ্রদেশের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন শিবম মাভি। ২টি করে উইকেট নেন সৌরভ কুমার ও ✃শিবম শর্মা। নীতীশ🎃 রানা ১টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ তাদের প্রথম ইনিংসে ১০৬ ওভার ব্যাট করে তুলে ফেলে ৬ উইকেটে ৩৮৮ রান। অর্থাৎ, এখনই পঞ্জাবের থেকে ১৭৮ রানে এগিয়ে রয়েছে ইউপি। সেঞ্চুরি করেছেন ওপেনার মাধব কৌশিক। শুধু শতরান করাই নয়🏅, বরং দেড়শো রানের গণ্ডি টপকে যান তিনি। ২৯৭ বলে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাধব। তিনি ২১টি চার ও ১টি ছক্কা মারেন।