বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নিজের বিপক্ষে ফিল্ডিং সেট করতে দেখা যায় ঋষভ পন্তকে। মুহূর্তের মধ্যে ভাইরাল 𓆏হয় সেই ভিডিয়ো। নেটিজেনরা বলতে থাকেন বাংলাদেশ কিভাবে ফিল্ডিং সাজাতে হয় তা জানে না, তাই ঋষভ তাদের শ🐟িখিয়ে দিচ্ছে। কিন্তু আসল কারণ কী? কেন ঋষভ হঠাৎ ফিল্ডিং সেট করলেন? এই প্রশ্নের উত্তরে তিনি যা উত্তর দিলেন তাতে মন জয় করলেন সকলের। ঋষভ ম্যাচ শেষে বলেন, ‘প্রথমত, আমি মাঠের বাইরে অজয় জাদেজার সঙ্গে কথা বলতে থাকি। তিনি বলেন আপনি যেখানেই খেলছেন এবং যার বিরুদ্ধেই খেলছেন না কেন 'ক্রিকেটের মান উন্নত হওয়া উচিত'। আমি দেখি মিড-উইকেটে কোনও ফিল্ডার নেই, আমি একই এলাকায় দু’জন ফিল্ডারকে দাঁড়িয়ে থাকতে দেখি, তাই আমি তাদের একজন ফিল্ডারকে সেদিকে যেতে বলেছিলাম’।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ঋষভ পন্ত টেস্ট ক্রিকেটে নিজের ষষ্ঠতম শতরান করেন। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার পর এটিই ছিল তাঁর প্রথম টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ভালো শুরু করেও ৩৯ রানে হাসান মাহমুদের বলে আউট হয়ে প্যাভিলয়নে ফিরতে হয় তাঁকে। দ্বিতীয় ইনিংসে ১২৮ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। নিজের শতরানের জন্য গিলকে ধন্যবাদ জানান ঋষভ। শুভমন গিলও দ্বিতীয় ইনিংসে শতরান করেন। তাঁদের এই ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে জয়ের জন্য বাংলাদেশের সামনে বিশাল ৫১৫ রানের লক্ষ্য মাত্রা রাখে ভারত। ম্য🌳াচ শেষে এই বিষয়ে ঋষভ বলেন, ‘চেন্নাইয়ের এই শতর🦄ান আমার কাছে খুব স্পেশাল। দুর্ঘটনার পর আমি ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চাইছিলাম, এটা আমার সেই দুর্ঘটনার পর প্রথম টেস্ট ম্যাচ। আশা করি আগামী দিনে আরও ভালো খেলতে পারব’।
তꩲিনি আরও বলেন, 'এটা আমার কাছে খুবই আবেগঘন একটা মুহূর্ত। আমি প্রতি ম্যাচেই রান করতে চাই, তবে সেটা সম্ভব নয়। আমি টেস্ট ক্রিকেটে ভালো করার চেষ্টা করছি। মাঠে সময় কাটাতে পারাটা আমায় একটা আনন্দ দেয়। এই ম্যাচের আগে আমি একটু নার্ভাস ছিলাম, এমন কী শতরান করার পরেও। কারণ দু’বছর পর আমি আবার ক্রিকেট খেলছিলাম’। প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হন ঋষভ পন্ত। দীর্ঘদিন হাসপাতালের বিছানায় কাটাতে হয় তাঁকে। সুস্থ হওয়ার পরꦬ অবশেষে ফের দেশের জার্সি গায়ে চাপিয়ে খেলতে নামলেন তিনি।