২০১৯ বিশ্বকাপের সময় মহেন্দ্র সিং ধোনি যে কাণ্ড ঘটিয়েছিলেন, শনিবার চেন্নাইয়ে সেই ঘটনারই পꦕুনরাবৃত্তি ঘটান ঋষভ পন্♔ত। উল্লেখযোগ্য বিষয় হল, ধোনি কার্যত বাধ্য হয়ে বাংলাদেশের ফিল্ডিং সাজানোর গলদ শুধরে দিয়েছিলেন। তবে পন্ত অত্যন্ত মজাদার চরিত্র। তিনি এক্ষেত্রে নির্বিকারভাবে বাংলাদেশের ক্যাপ্টেনকে ফিল্ডিং সাজানোয় সাহায্য করেন মজার ছলেই।
শনিবার চিপকে শুভমন গিলের সঙ্গে জমাট জুটিতে ভারতকে আপাত নিরাপদ লক্ষ্য পৌঁছে দেন পন্ত। তবে ম্যাচের মাঝে একসময় ঋষভকে দেখা যায় বাংলাদেশের হয়ে ফিল্ডিং সা🅘জাতে। বাংলাদেশ দলনায়ক শান্ত বোলারের সঙ্গে আলোচনা করছিলেন। সেই সময় ব্যাটার পন্তকে হাতে দেখিয়ে বলতে শোনা যায় যে, ‘আরে, এদিকে একজন আসবে। ভাই, এদিকে একজন। মিড উইকেটে একজন ফিল🍷্ডার চাই।’
অবাক করা বিষয় হল, পন্তের দাবি মতোই বাং❀লাদেশের একজন ফিল্ডারকে দৌড়ে গিয়ে মিড উইকেটে ফিল্ডিং করতে দেখা𒅌 যায়। ঋষভ বুঝতে পেরেছিলেন বাংলাদেশের ফিল্ডিং সাজানোয় গলদ রয়েছে। কেননা মিড-অফের পিছনে কভার করার জন্য একজন ফিল্ডার আগে থেকেই উপস্থিত ছিলেন। পন্তের এমন কাণ্ড দেখে ধারাভাষ্যকাররাও হেসে ফেলেন।
ঋষভ পন্ত চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রানে আউট হয়ে বসেন। তবে দ্বিতীয় ইনিংসে মারকাটারি শতরান করেন তিনি। পন্ত ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চ🦹ুরি পূর্ণ করেন। তিনি ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২৪ বলে শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২৮ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন ঋষভ।
🌠 পন্তের টেস্ট কেরিয়ারের এটি ষষ্ঠ শতরান। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেন ঋষভ। ধোনি ১৪৪টি টেস্ট ইনিংসে ব্যাট করে ৬টি সেঞ্চুরি করেছেন। পন্ত ৫৮টি টেস্ট ইনিংসে ব্যাট করে ৬টি শতরান ক✃রেন।
ভারত চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৫১৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়। প্রথম ইনিংসে ব্যাট করে টিম ইন্ডিয়া সংগ্রহ করে ৩৭৬ রান। বাংলাদেশ পালটা ব্যাট করতে নেমে তাদের প্রথম ইনিংস😼ে অল-আউট হয় মাত্র ১৪৯ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ২২৭ রানের বিশাল লিড নিয়ে নেয় টিম ইন্ডিয়া। ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ব্যাট ⛎ছেড়ে দেয়।