কখনও মিষ্টি কথায়, আবার কখনও আঁতে ঘা দিয়ে𝓀, অজি ক্রিকেটারদের স্লেজিংয়ের সঙ্গে পরিচিত সকলেই। বর্ডার-গাভাসকর ট্রফির শুরু থেকেই নিজেদের স্লেজিং অস্ত্র প্রয়োগ করা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এবার যদিও মুখে মধু নিয়ে ঋষভ পন্তের মনোসংযোগে চিড় ধরানোর চেষ্টা করেন নাথান লিয়ন।
পার্থ টেস্টের শুরু থেকেই ভারত নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। চাপে থাকা ভারতীয় ইনিংসকে নির্ভরতা দেওয়ার চেষ্টা করেন ঋষভ পন্ত। ঋষভ বেশিক্ষণ ক্রিজে থাকলে কতটা বিপদ হতে পারে, সেটা অজি ক্রিকেটাররা হাড়ে হাড়ে বোঝেন। তাই পন্তের ফোকাস নাড়িয়ে দেওয়ার চেষ্টা ဣকরেন লিয়ন।
পার্থ টেস্টের মাঝেই অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম🧸। ২৪ নভেম্বর অর্থাৎ, রবিবার নিলামের প্রথম সেটেই নাম উঠবে ঋষভ পন্তের। ঋষভকে এবার দিল্লি ক্যাপিটালস ধরে রাখার চেষ্টা করে। তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কিছু বিষয়ে একমত হতে পারেননি পন্ত। তাই তিনি স🐟্কোয়াড ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
আইপিএল নিলামে পন্তকে নিয়ে নিশ্চিতভাবেই টানাটানি পড়তে পারে। সব ফ্র্যাঞ্চাইজিই চাইবে পন্তকে দলে নিতে। আইপিএল নিলামের আগে সব ক্রিকেটারের মনেই আশা-আশঙ্কার দোলাচলতা থাকা স্বাভাবিক। কোন ফ্র্য়াঞ্চাইজি দলে নেবে, কত🌳 টাকা দাম উঠবে, প্রভৃতি বিষয়ে চিন্তা-ভাবনার উদয় হয় মনে।
পার্থে লিয়ন ও পন্তের মধ্যে আইপিএল নিলাম নিয়ে কী কথা হয়
দেশের হয়ে মাঠে নামলে আইপিএলের কথা মাথায় থাকেনা পেশাদার খেলোয়াড়দের। তবে নিলামের ঠিক আগে পন্তের মাথায় আইপিএলের ভাবনা উসকে দেওয়ার চেষ্টা করেন লিয়ন। ঋষভ যখন ব্যাট করছিলেন, লিয়ন ঋষভকে জিজ্ঞাসা করেন, ‘আইপিএল নিলামে কোন দলে যাচ্ছ?’ পন্ত এক্ষেত্রে ছোট্ট কথায় জবাব দেন, ‘নো আইডিয়া’ অর𝓡্থাৎ, কোনও ধারণা ন🎃েই।
পার্থ টেস্টে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় কম রানে
পন্ত শেষমেশ পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৩৭ রানে আউট হয়ে বসেন। প্য🐻াট কামিন্সের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন তিনি। ৭৮ বলের লড়াকু ইনিংসে ঋষভ ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ভারত প্রথম ইনিংসে ৪৯.৪ ওভার ব্যাট করে ১৫০ রানে অল-আউট হয়ে যায়। অভিষেককারী নীতীশ রেড্ডি দলের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন। ৫৯ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া লোকেশ রাহুল ৭৪ বলে ২৬ রান করে বিতর্কি🌱তভাবে আউট হয়ে মাঠ ছাড়েন। তিনি ৩টি চার মারেন।