ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেট🎶ার ঋষভ পন্ত। ব্যাট হাতে তিনি যতটা অনবদ্য, উইকেটের পিছে কেমন যেন ফ্যাকাশে। মারকুটে এই ব্যাটার শুধুই নিউজিল্যান্ড সিরিজ বলে নয়, অন্যান্য বিভিন্ন ম্যাচেও উইকেটের পিছনে এমন এমন ভুল করেছেন যার জন্য দল চাপে পড়েছে। নেহাত ব্যাটার বোলাররা ম্যাচ জিতিয়ে দেওয়ায় তাঁর ওপর দোষ আসেনি। আবারও সেই একই ভুলের পুনরাবৃত্তিই করেন পন্ত।
আ🥀রও পড়ুন-১৮ নভেম্বর মালেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ ভারতের! প্রথম জয়ের খোঁজে কোচ ম্যানোলো🅺…
সুযোগ মিস পন্তের, অর্ধশতরান সেই ব্যাটারের-
ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে চলছে ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা খোলা রাখতে ভারতের কাছে যথেষ্ট গুরুত্🤡বপূর্ণ। আর সেখানেই বড় ভুল করে ফেললেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। রান আউটের সহজ সুযোগ মিস করলেন, সেই ব্যাটারই করলেন অর্ধশত💞রান…
আরও পড়ুন-খরচ হল ৫৭ কোটি! কিন্তু KKR-র পার্স ভ্যালু কমল ৬৯ কোটি♊! কেন? একঝলকে কার হাতে কত টাকা…
নিউজিল্যান্ডের ইনিংসের ২৪তম ওভার চলছিল। তখন বোলিং করছিলেন ওয়াসিংটন সুন্দর। স্ট্রাইকার্স এন্ডে ডারিল মিচেল এবং ননস্ট্রাইকার্স এন্ডে খেলছিলেন উইল ইয়ং। ওয়াসিংটনের একটি বলে রিভার্স সুইপ খেলে দুরান নিতে যান ডারিল মিচেল। তিতি দ্রুত গতিতে দৌড়ে দ্বিতীয় রান নিতে চাইলেও কিছুটা⛎ দোটানায় ছিলেন উইল ইয়ং। তবু তিনি মিচেলের কথা শু🐟নে দ্বিতীয় রানের জন্য দৌড়ান। আর তখনই সুযোগ চলে এসেছিল পন্তের কাছে।
আরও পড়ুন-DC ছাড়বেন, আগেই বলেছিলেন ঋষভ পন্💙ত! তখন𝔉 মনে হয়েছিল মজা করছেন! ভাইরাল সেই পোস্ট…
রান আউট হতে পারতেন উইল ইয়ং-
মহম্মদ সিরাজের থার্ড ম্যান থেকে থ্রোটা অতটা ভালো হয়নি বটে। একটু ওপরের দিকেই ছিল। কিন্তু ঋষভ পন্ত একবারের জন্যেও ননস্ট্রাইকার্স এন্ডে দেখলেন না। বল হাতে পেয়ে নিজের সামনের উইকেটে মারতে গিয়ে মিস করলেন। ক্রিজে ঢুকে প💟ড়লেন ডারিল মিচ🧜েল, আর তখনও ননস্ট্রাইকার্স এন্ডে ঢুকতেই পারেননি উইল ইয়ং। সেই সময় যদি পন্ত একবার ননস্ট্রাইকার্স এন্ডে থ্রো করতেন তাহলে ইয়ং আউট হয়ে যেতে। এরপরই রোহিত শর্মা এগিয়ে এসে পন্তকে সেই কথাই বলছিলেন।
আরও পড়ুন-শুক্রবার কঠিন ম্যাচ লালহলুদের! ব্🌠রুজো বললেন, 'শুধু আক্রমণ করলেই হবে না, দরকার… '
রানআউটের সহজ সুযোগ মিস-
ধারাভাষ্যকর হিসেবে কাজ করা দীনেশ কার্তিক বলে ওঠেন, ‘ আমার মনে হয় রানআউটের সহজ সুযোগ নষ্ট করল ঋষভ পন্ত। ও যতক্ষণে বল ধরল, ততক্ষণে তো ঠিক মতো দৌড়াতেও পারছিল না উইল ইয়ং। একবার ননস্ট্রাইকার্স এন্ডে তাকানো উচিত ছি🐎ল পন্তের, একটা সহজ সুযোগ হাতছাড়া হয়ে গেল ভারতীয় দলের’।
সাদামাটা ফিল্ডিং পন্তের-
এরপর সাইমন ডুলও বলেন, ‘ওর উচিত ছিল গ্লাভস খুলে রাখা, কিন্তু ও যেহেতু পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল না, তাই ও গ্লাভস খুলে রাখেনি। অ🍸তি সাদা মাটা ফিল্ডিংয়ের জন্য আউট করতে পারল না ভারত’ । এরপর উইল ইয়ং এবং ডারিল মিচেল জুটি ভারতকে ভালোই চাপে ফেলে দেয়। কারণ দুই ক্র🌊িকেটারই অর্ধশতরান করেন। এর জেরে ভারতের বিরুদ্ধে লড়াই দেওয়ার মতো স্কোরে আসে কিউয়িরা।