নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। তার আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হলেন অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই ভারতের তরুণ ব্যাটসম্যান যশস্বী জসওয়ালকে নিয়ে প্রশংসার সুর ধরা পড়ল হিটম্যানের গলায়। যশস্বীর আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত মানিয়ে নেওয়ার বিষয়টি নজর কেড়েছে রোহিতের। তিনি বলেন, ‘আমি অবাক নই ও দ্রুত যেইভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মানিয়ে নিয়েছে। তার মধ্যে যেকোনও পরিস্থিতিতে খেলার ক্ষমতা রয়েছে। বয়স কম হলেও তার মধ্যে যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা🥃 রয়েছে। ওর মধ্যে এই স্তরে সফল হওয়ার মতো সকল🐓 উপাদান রয়েছে’।
রোহিত শর্মা যশস্বীর ভবিষ্যৎ নিয়েও আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ও নিজেকে আগামী ২ বছর কিভাবে 🥃এগিয়ে নিয়ে যায়। সে দলের জন্য অসাধারণ কাজ করবে। ও প্রচুর ঘরোয়া এবং অনূর্ধ্ব ১৯ স্তরের ক্রিকেট খেলেছে, যেখানে সে সফলও হয়েছে। তার ক্যারিয়ারের এতো কম সময়ের মধ্যেও সে প্রমাণ করেছে নিজেকে এবং দেখিয়েছে কী করতে পারে ও’। রোহিত দলে বাঁহাতি ব্যাটার থাকার সুবিধাগুলিও উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘একজন বাঁহাতি হওয়া দলের জন্য সুবিধাজনক। ও একজন আক্রমণাত্মক ক্রিকেটার। একই সঙ্গে খেলা শিখতে এবং ব্যাটসম্যানশিপ উন্নত করতে সে সবসময় আগ্রহী। যশস্বী যে মানসিকতা দেখিয়েছে তা প্রশংসা পাওয়ার যোগ্য। ও সর্বদা শিখতে চায়, সর্বদ🍒া উন্নতি করার চেষ্টা করে। ও ওর নিজের কৃতিত্বে সন্তুষ্ট হয় না। এই মনোভাবটি তার জন্য একটি দুর্দান্ত বিষয়, আমরা যশস্বীর মধ্যে একজন দুর্দান্ত খেলোয়াড়কে খুঁজে পেয়েছি’।
শর্মা, জসওয়ালের ক্রমাগত সাফল্যের জন্য আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আশা করি, ও গত এক বছরে যেই ভাবে খেলেছে তা চালিয়ে যেতে পারবে এবং তার ভালো ফর্ম বজায় রাখতে পারবে’। উল্লেখ্য, জসওয়াল বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট সিরিজেও দলে ছিলেন। সেখানে ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং করেন তিনি। এখনও পর্যন্ত দেশের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলছেন। যেখানে ২০ ইনিংসে তিনি ১২১৪ রান করেছেন, গড় ৬৪.০৫। সর্বোচ্চ রান ২১৪ নট আউট। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ৪ ইনিংসে ১৮৯ রান করেছেন তিনি, গড় ৪৭.২৫। সর্বোচ্চ রান ৭২। এবার বুধবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে কেমন ব্যাট হাতে পারফরম্যান্স দেন যশস্বী তার দিকে নজর থাকবে সকলের।