শুভব্রত মুখার্জি:- ২০২৩ ওডিআই বিশ্বকাপে ফাইনালে হারের যন্ত্রণা যে ভারতীয় দল এখনও ভুলতে পারেনি তা বুকে হাত রেখে বলে দিতে পারেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা। গোটা🎉 বিশ্বকাপ জুড়ে দাপটের সঙ্গে খেলেছিল ভারতীয় দল। অপরাজেয় অবস্থায় তারা পৌঁছায় ফাইনালে। টানা ১১টি ম্যাচ তারা দাপটের সঙ্গে খেলেছিল। ফাইনালে অবশ্য পাঁচ বারের চ্যাম্পিয়ন দল অস্🐻ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হতে হয়েছিল ভারতীয় দলকে।
সেই যন্ত্রণা যে এখনো ভুলতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা তা একেবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি। চলতি টি-২০ বিশ্বকাপের আবহেই সেই ফাইনাল হার নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন রোহিত শর্মা। তাঁর অকপট স্বীকারোক্ত𝔍ি ওই ফাইনাল হারের পর থেকে ক্যামেরা দেখলেই নাকি তিনি দূরে থাকতেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেন।
ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কিট স্পন্সর অ্যাডিডাস। অ্যাডিডাস ইন্ডিয়ার একটি ভিডিয়োতে রোহিত বলেন, 'যখন বিশ্বকাপ ফাইনালের পরের দিন ঘুম থেকে উঠি, তখন যেন কোনও ধারনা ছিল না গত রাতে কী হয়েছিল। আমি স্ত্রীর সঙ্গে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করি। তাঁকে আমি প্রশ্ন করি গতকাল রাতে যেটা হয়েছে সেটা কি খারাপ স্বপ্ন ছিল? আমার মনে হচ্ছিল আমরা যেন ফাইনাল খেলিনি। আমার তিনদিন সময় লেগেছিল এটা উপলব্ধি করতে যে ꦐআমরা ফাইনাল হেরেছি। এটা মেনে নিতে পারছিলাম না যে আরও একটা সুযোগ পেতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে।'
তিনি আরো যোগ করেন, ‘ফাইনালের আগে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা হারব না। সবাই বিশ্বাস রেখেছিলাম যে যেরকম ক্রিকেট আমরা এতদিন খেলে এসেছি সেইরকম ক্রিকেটটাই খেলব। ভালো ক্রিকেট খেলব। তবে ম্যাচের হারের পরে আমি দৌড়ে চলে যাই। হারটা মানতে পারছিলাম না। আমার কোনওꦰ মুড ছিল না মাঠে দাঁড়িয়ে থাকার। মাঠ থেকে সরে যেতে চাইছিলাম। খুব কষ্ট হচ্ছিল। বিরক্ত ছিলাম। বুঝতে পারছিলাম না কী হচ্ছে আমার সঙ্গে। ক্যামেরা থেকে দূরে থাকতে চাইছিলাম।’