চার মহারথী। রিটেনশনের সময় কাকে বেশি টাকা দেবে মুম্বই ইন্ডিয়ান্স? কে কম টাকা পাবেন? তা নিয়ে দিনকয়েক ধরেই আলোচনা চলছিল। তাতে কোনও ইগোর লড়াই হবে কিনা, তা নিয়ে চলছিল আলোচনা। 🍸তবে সেই বিষয়টি নিয়ে তাঁদের কার্যত মাথাই ঘামাতে হয়নি বলে দাবি করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে। সরকারিভাবে আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পরে মুম্বইয়ের হেড কোচ দাবি করেন, রিটেনশনের ক্ষেত্রে কাকে সবথেকে বেশি টাকা দಌেওয়া হবে, কে কত নম্বর রিটেনশন হবে, সেই বিষয়টা নিয়ে যে আলোচনা হয়েছে, তাতে অগ্রণী ভূমিকা পালন করেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবরাই। বিষয়টি নিয়ে তাঁদের কার্যত মাথা ঘামাতে হয়নি বলে দাবি করেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ।
৪ মহারথীই সবকিছু ঠিক করেছেন, দাবি জয়বর্ধনের
তাঁর কথায়, ‘এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই চারজন সিনিয়র খেলোয়াড়ই সেই আলোচনার মূল চরিত্র ছিল। গত মরশুমে যা হয়েছে, হাতে হাত মিলিয়ে কীভাবে আমরা এগিয়ে যেতে পারব, (সেটা নিয়ে আলোচনা হয়েছে)। যা আমাদের সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কোচ, মালিক, ম্যানেজমেন্ট এবং এই চারজন (আলোচনা বসে𓆉ছিল)। কীভাবে এগিয়ে যেতে হবে, সেটা নিয়ে ওদের আলোচনা হয়েছে।’
মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ আরও বলেন, ‘প্রত্যেকেই একমত হয়েছিল যে বুমরাহ বিশ্বের সেরা বোলার। আ🐬র ও অত্যন্ত ধারাবাহিক। সেই বিষয়টাকে আমাদের মর্যাদা ꦓদিতে হবে। অন্য তরুণ ভারতীয়দের স্বীকৃতি দিতে হবে। বিদেশিদের (স্বীকৃতি দিতে হবে)। সবমিলিয়ে এটা দারণ ব্যাপার যে সেই আলোচনা-পর্বে ওরা (চারজন) ওরকম ভূমিকা পালন করেছে। তাতে আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।’
৪ জনকে একই টাকা দেবে ভেবেছিল MI
আর কাজটা যে সহজ হয়েছে, তা জয়বর্ধনের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিক♈ইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, জয়বর্ধনে-সহ মুম্বই 🌌সিনিয়র ম্যানেজমেন্ট ভেবেছিল যে রোহিত, বুমরাহ, হার্দিক এবং সূর্যকে সমপরিমাণ টাকা দেওয়া হবে। কিন্তু তাঁরা নিজেদের মতো রিটেনশন স্পট ঠিক করে নেন। মুম্বইয়ের শীর্ষ ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে হার্দিক, সূর্য এবং রোহিত জানান যে প্রথম রিটেনশন পাওয়া উচিত বুমরাহের। আর তাঁকে বেশি টাকা দেওয়া উচিত।