🦹 স্টুয়ার্ট ব্রডের থেকে অনুপ্রাণিত হয়ে বিরাট কোহলি যে কাণ্ড ঘটিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে, বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ঠিক তেমনই কাজ করতে দেখা যায় রোহিত শর্মাকে। এক্ষেত্রে কোহলির থেকে অনুপ্রেরণা পেয়েছেন রোহিত, এমনটা বলা মোটেও ভুল হবে না।
꧒আন্তর্জাতিক ক্রিকেটে সংস্কার মেনে চলা খেলোয়াড়ের সংখ্যা নিতান্ত কম নেই। এমনকি মাঠে টুকিটাকি তুকতাকের ঘটনাও চোখে পড়ে হামেশাই। সেঞ্চুরিয়নে বিরাট কোহলির তেমনই তুকতাক কাজে লেগে গিয়েছিল ভারতীয় দলের। যা দেখে চিপকে ভারত অধিনায়ক রোহিত শর্মাও নিছক মজার ছলেই জাদুটোনার চেষ্টা করেন স্টাম্পে।
😼প্রথম দিনের প্রথম সেশন ছাড়া চেন্নাই টেস্টে বাংলাদেশ আগাগোড়া পিছিয়ে ছিল। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল-আউট হওয়া বাংলাদেশকে জয়ের জন্য শেষ ইনিংসে ৫১৫ রানের বিশাল টার্গেট দেয় ভারত। সুতরাং, চিপকে ভারতের জয় তুলে নেওয়া নিয়ে সংশয় ছিল না কারও মনেই।
👍রবিবার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে একবার মজার ছলেই স্টাম্পে তুকতাক করতে দেখা যায়। তিনি দুই ওভারের মাঝে প্রান্ত বদল করার সময় স্টাম্পের উপরে রাখা বেলদুটির একটিকে অপরটির সঙ্গে বদলে দেন। পরে স্লিপ পজিশনে ফিল্ডিং করতে দাঁড়িয়ে ‘গিলি গিলি চু’ করতেও দেখা যায় হিটম্যানকে। স্বাভাবিকভাবেই রোহিতের এমন মজাদার কাণ্ডকারখানার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
💎উল্লেখ্য, ২০২৩ সালে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে বিরাট কোহলি ঠিক একই কাণ্ড ঘটান। ডিন এলগারের সঙ্গে জমাট জুটিতে দক্ষিণ আফ্রিকাকে শক্ত ভিতে বসিয়ে দিয়েছিলেন টনি ডি'জর্জি। ব্যাটারদের মনোসংযোগে চিড় ধরাতে বিরাট কোহলিকে দেখা যায় স্টাম্পের কাছে এসে দুটি বেলের একটিকে অন্যটির সঙ্গে বদলে দিতে। উল্লেখযোগ্য বিষয় হল, বিরাটের এমন তুকতাকের ঠিক পরেই জসপ্রীত বুমরাহর বলে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন টনি। জুটি ভাঙে দক্ষিণ আফ্রিকার।
𒊎তার আগে অ্যাশেজ সিরিজের ওভাল টেস্টের মার্নাস ল্যাবুশানকে বিরক্ত করতে স্টুয়ার্ট ব্রড এমনই কাণ্ড ঘটান। ব্রড স্টাম্পের সামনে গিয়ে দু'টি বেলের একটিকে অন্যটির সঙ্গে বদলে দেন। অর্থাৎ, অফ-মিডল স্টাম্পের মাথায় থাকা বেলটিকে তুলে লেগ-মিডল স্টাম্পের মাথায় বসিয়ে দেন এবং লেগ-মিডল স্টাম্পের মাথায় থাকা বেলটিকে বসান অফ-মিডল স্টাম্পের মাথায়। মার্ক উডের ঠিক পরের বলেই স্লিপে জো রুটের হাতে ধরা পড়ে যান ল্যাবুশান।
🍌চেন্নাই টেস্টে বাংলাদেশকে হারাতে অবশ্য কোনও বেগ পেতে হয়নি ভারতকে। ৫১৫ রানের টার্গেট নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৩৪ রানে অল-আউট হয়ে যায়। ২৮০ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।