টি২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ঘোষণা করে দিয়েছিলেন🥀 এই ফরম্যাটে আর তিনি ক্রিকেট খেলবেন না আন্তর্জাতিক সার্কিটে। অর্থাৎ দেশের হয়ে জোড়া টি২০ বিশ্বকাপ ক্যাবিনেটে রেখেই এই ফরম্যাট থেকে বিদায় নেন হিটম্যান, যদিও আইপিএলের নিজের স্কিল দেখাবেন স্বমহিমাতেই। রোহিত শর্মার টি২০ ফরম্যাট থেকে অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গেই আরও দুঃসংবাদ🔯 আসে ভারতীয় ক্রিকেটে।
আরও পড়ুন-Anwar Ali- আনোয়ার আলি মামলায় সব নির্দেশ প্রত্যাহার PSC-র! কোন ক্লাবে রইলেন তিন🌺ি! তৈরি হল ধোঁয়াশা…
টি২০ বিশ্বকাপ জয়ের আনন্দ কিছুটা ম্লান করে দেয় বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার সিদ্ধান্তও। তাঁরা টি২০ বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটের ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবার নিজের অবসর😼ের সিদ্ধান্ত নিয়েই ফের একবার মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সিরিজ শুরুর আগেই তিনি খোঁচা দিলেন অন্য দেশের ক্রিকেটারদেরও।
বহুক্ষেত্রেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়, ক্রিকেটাররা একবার অবসর ঘোষণা করেও বারবার ফিরে আসেন সেই ফরম্যাটে। বিষয়টা অনেকটা ছেলে খেলার পর্যায় নামিয়ে আনেন, কিন্তু ক্রিকেট খেলাকে সম্মান করলে সত্যিকারের ক্রিকেটার🅷রা সেই কাজটা কখনই করতে পারেননা। রোহিত শর্মার বক্তব্য অন্তত তেমনটাই। শাহিদ আফ্রিদিদের মতো বারবার অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পদ্ধতি একেবারেই নাপসন্দ মুম্বইকর ব্যাটারের।
আরও পড়ুন-হকিতে নিজেরা ফাইনালে ওঠেননি, ভারত উঠেছে! অগত্যা চিনকে ꧂সꩲমর্থন পাকিস্তানের! মুখে ঝামা ঘষে দিল ভারত…
অবসর নিয়ে অনেক ক্রিকেটারের বিরক্তিকর কার্যকলাপ দেখে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বলছেন, ‘এখনকার দিনে অবসর শব্দটাই মজায় পরিণত হয়েছে। বিশ্ব ক্রিকেটে এখন ক্রিকেটাররা অবসর ঘোষণার পর আবার খেলতে আসে,কিন্তু সেট✨া ভারতে হয় না। আমি অনেক দেশের ক্রিকেটারদেরই দেখি, অবসরের নেওয়ার সিদ্ধান্তের পর আবার ইউ টার্ন নিয়ে ফের খেলতে আসে। ফলে বোঝাও যায়না, যে আদৌ কোন ক্রিকেটার কখন অবসর নিচ্ছেন। আমার সিদ্ধান্ত একদমই চূড়ান্ত আর আমি সেই বিষয় খুবই স্বচ্ছ। আন্তর্জাতিক টি২০ ফরম্যাটকে বিদায় জানানোর এটাই সেরা সময় ছিল ’।
আরও ཧপড়ুন-এশিয়🔯ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!
১৫৯টি টি২০ ম্যাচে ভারতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন হিটম্যান। করেছেন ৪২৩১ রান। ভারতের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিকও তিনি। দেশের হয়ে করেছেন ৫টি শতরান এবং ৩২টি অর্ধশতরান। এর মধ্যে রয়েছে ২০০৭ টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়াও এবারের টি২০ বিশ্বকাপেও অজিদের দুর্মুষ করেছিলেন হিটম্যানই। পাশাপাশি এবারের বিশ ওভারের বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ র📖ান স্কোরারও ছিলেন অধিনায়ক রোহিতই।