মহিলা টি ২০ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতের। কিন্তু চিন্তায় রাখল♛ হরমনপ্রীতের চোট। এদিন ম্যাচ শেষে এই জন্য তাঁর জায়গায় ভারতের হয়ে প্রতিক্রিয়া𒈔 দেন স্মৃতি মন্ধনা। প্রথম ম্যাচে হারের পর এদিন ভারতের কাছে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
টসে জিতꩲে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করতেই সক্ষম হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে ভারত। দ্রুত গতিতে রান তোলার জায়গায় ধীরে ধীরে খেলতে থাকে ভ💝ারতের মেয়েরা। এরই মধ্যে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ২৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়তে হয়। এই বিষয়ে ম্যাচের শেষে স্মৃতি জানান, 'এখনই তাঁর চোটের গভীরতার বিষয়ে বলা সম্ভব নয়। চিকিৎসকরা নজর রাখছেন। আশা করব খুব গুরুতর কিছু নয়'।
ভারতের এত ঠুকঠুকে ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, 'বোলিংয়ে আমরা খুবই সুন্দর শৃঙ্খলা বজায় রেখেছি। ফিল্ডিংও ভালো করেছি। তবে ব্যাটিংয়ে আমাদের শুরুটা একটু ভালো হতে পারত, তবে আমরা জয় পেয়েছি। আমাদের রান রেটের বিষয꧂়টা মাথায় ছিল, কিন্তু আমি এবং শেফালি ঠিক মতো ব্যাটে বলে সম্পর্ক করতে পারছিলাম না। রান রেটের বিষয়টা আমাদের মাথায় রয়েছে। এই জয় আমাদের প্রেরণা দেবে, যা আমরা আগামী ম্যাচগুলিতে কাজে লাগাতে পারব'।
উল্লেখ্য, ১৮.৪ ওভারে ঘাড়ে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন হরমনপ্রীত কৌর। ২৪ বলে ২৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারতের অধিনায়কের চোট যথ🌠েষ্ট চিন্তা বাড়িয়েছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে পরাজিত হওয়ার পর লড়াইটা যে বেশ কঠিন হয়ে উঠেছে ভারতের জন্য। মহিলা টি-২০ বিশ্বকাপে যথেষ্ট কౠঠিন গ্রুপে রয়েছে টিম ইন্ডিয়া। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো দল।
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে রান রেটে বড় প্রভাব পড়ে। এদিনের ম্যাচে হরমনপ্রীতদের কাছে সুযোগ ছিল সেটা শুধরে নেওয়ার। কিন্তু ঠুকঠুকে খেলার জেরে সেই আশায় জল পড়েছে। ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে ৯ অক্টোবর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০২৪ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছেই পরাজিত হয়েছিলেন স্মৃতিরা। লড়াই যে মোটেও সহজ হবে না সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। যদিও টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হܫয়েছে শ🐻্রীলঙ্কা।