ভারতের ব্যাটিং লাইনআপ রীতিমতো তারকাখচিত। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপে তেমন কোনও বড় নাম নেই। তা সত্ꦜত্বেও অজি সফরের শুরুতেই মুখ থুবড়ে পড় ভারতীয়-এ দল। তারা সিরিজের প্রথম বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে কোনও রকমে ১০০ টপকে অল-আউট 🔯হয়ে যায়।
বৃহস্পতিবার ম্যাকায়ে শুরু হয় ভারত-অস্ট্রেলিয়া এ-দলের সিরিজের প্রথম বেসরকারি টেস্ট। টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ন্যাথন ম্যাকসুইনি। প্রথম দিনের তাজা ও গতিশীল পিচে অজি বোলারদের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শুরু 🎀থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয়-এ দল।
ওপেন করতে নেমে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন রুতুরাজ। অপর ওপেনার অভিমন্যু ঈশ🗹্বরন আউট হন ৩০ বলে ৭ রান করে। দলগত ১৭ রানের মধ্যেই ভারত দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। তিন নম্বরে ব্যাট করতে নেমে সাই সুদর্শন করেন ২১ রান। ৩৫ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন।
চার নম্বরে ব্যাট করতে নেমে দেবদূত পাডিক্কাল দলের হয়ে সব থেকে বেশি ৩৬ রান করে সাজঘরে ফেরেন। ৭২ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেম♏ে বাবা ইন্দ্রজিৎ ৪৬ বলে ৯ রান করে আউট হন। তিনি ১টি চার মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ইশান কিষান ১🐠১ বলে ৪ রান করেন। তিনিও ১টি চার মারেন।
সাত নম্বরে ব্যাট করতে নেমে খা💎তা খুলতে পারেননি নীতীশ রেড্ডি। তাঁর ব্যক্তিগত ইনিংস স্থায়ী হয় মোটে ৬ বল। ২২🎀 বলে ১ রান করে আউট হন মানব সুতার। নয় নম্বরে ব্যাট করতে নেমে নভদীপ সাইনি দলকে ১০০ রানের গণ্ডি পার করান। নাহলে ভারত একসময় ৮৬ রানে ৯ উইকেট হারিয়ে বসে। সাইনি ৪৩ বলে ২৩ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
১০ নম্বরে ব্যাট করতে নেমে প্রসিধ কৃষ্ণা ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি। ১১ নম্বর ব্যাটার মুকেশ কুমার ১০ বলে ৪ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার মারেন। ভারত প্রথম ইনিংসে ৪৭.৪ ওভার ব💮্যাট করে ১০৭ রানে অল-আউট হয়ে যায়।
আরও পড়ুন:- IPL Retention: নজরে শ্রেয়স-পন্ত-লোকেশ রাহুলের ভবিষ্যৎ, আইপিএলের ১🧸০টি দল
অস্ট্রেলিয়া-এ দলের হয়ে ১ꦗ১ ওভারে ৬টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন ব্রেন্ডন ডগেট। এটি তাঁর কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। এছাড়া ১৮ রানে ২টি উইকেট নেন জর্ডন বাকিংহাম। টড মার্ফি নেন ২৬ রানে ১টি উইকেট।