শুভব্রত মুখার্জি: চলতি দক্ষিণ আফ্রিকা সফরে বৃহস্পতিবার ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল জোহানেসবার্গে। সিরিজের প্রথম ম্যাচ ছিল ডারবানে। যা বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে পোর্ট এলিজাবেথেও বৃষ্টি হয়েছিল। তবে সেই ম্যাচ শেষ পর্যন্ত খেলা সম্ভব হয়েছিল। বৃষ্টিবিঘ্ন൲িত ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে লিড নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এমন পরিস্থিতিতে জোহানেসবার্গে তৃতীয় টি-২০ ম্যাচে খেলতে নেমেছিল দুই দল। এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল। ভারতের ইনিংসের সময়েই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। হিট উইকেট আউট হন কিপার ব্যাট𒐪ার জিতেশ শর্মা। বিরল ধরনের এই আউট হয়ে এক লজ্জার নজিরের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন তিনি।
আরও পড়ুন: সূর্যের ঝোড়ো শতরান, কুলদীপের ৫ উইকেট,প্রোট❀িয়ারা ৯৫ রানেই কুপোকাত, ১০৬ রানে জিতে সিরিজ ড্র করল ভারত
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হিট উইকেট হয়ে আউট হওয়া ভারতীয় ক্রিকেটারদের 💙তালিকায় জায়গা করে নিলেন তিনি। হিট উইকেট আউট হল আউটের এমন একটি ধরন, যখন খেলা চলাকালীন বোলারের বল সামলাতে গিয়ে শরীরের কোন অংশ বা ব্যাটের ধাক্কাতে উইকেট ভেঙে গিয়ে আউট হয়ে যান ব্যাটার। এদিন ঠিক সেই ঘটনাই ঘটেছে জিতেশ শর্মার সঙ্গ🌺ে। লিজাড উইলিয়ামসের একটি বল খেলতে গিয়ে হিট উইকেট করে বসেন আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলা এই কিপার ব্যাটার।
জিতেশ শর্মা এদিন মাত্র চার বল খেলেছেন, করেছেন চার রান। তাঁর ইনিংসে একটি চার মারেন তিনি। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাঁর ইনিংস। হিট উইকেট আউট হয়ে ভারতের টি-২০ ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসাবে তিনি এই লজ্জার নজির গড়লেন। জিতেশ ছাড়াও এই তালিকায় রয়েছেন কেএল রাহুল। তিনি ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হিট উইকেট হয়েছিলেন। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে হিট উইকেট হয়েছিলেন হর্ষাল প্যাটেল। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ꦓহার্দিক পান্ডিয়া। তিনি ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হিট উইকেট আউট হয়েছিলেন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হিট উইকেট আউট হয়েছিলেন শ্রেয়স আইয়ার। আর এবার এই তালিকায় নাম তুললেন জিতেশ। তিনি জোহানেসবার্গে এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হিট উইকেট আউট হয়ে এই লজ্জার নিজর স্পর্শ করেছেন।