প্রথম ইনিংসে ভারতের ব্য🔯াটিং বিপর্যয়ের মধ্যেই প্রতিরোধ গড়ার ইঙ্গিত দেন দেবদূত পাডিক্কাল ও সাই সুদর্শন। ভারতের ১০৭ রানে অল-আউট হওয়া ইনিংসে পাডিক্কাল ৩৬ ও সুদর্শন ২১ রান করে ꧋সাজঘরে ফেরেন। তবে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেদের যাবতীয় ভুল শুধরে নিলেন সুদর্শনরা।
পাডিক্কাল-সুদর্শন জু⛄টিতে ভর করেই প্রথম ইনিংসের খামতি মিটিয়ে অজিদের সামনে বড়সড় টার্গেট ঝুলিয়ে দেওয়ার পথে যথাযথ এগিয়ে চলেছে ভারতীয়-এ দল। উল্লেখযোগ্য বিষয় হল, দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন সুদর্শন ও পাডিক্কাল।
ভারতের ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল তাদের প্রথম ইনিংসে ১৯৫ রানে অল-আউট হয়ে যায়। অজিদের নাগালের বাইরে যেতে না দেওয়ার জন্য যাবতীয় কৃতিত্ব প্রাপ্য মুকেশ কুমার ও প্রসিধ কৃষ্ণার। ভারতের দুই পেসার এক😼্ষেত্রে অজি ব্যাটারদের বিব্রত করেন ধারাবাহিকভাবে। বিশেষ করে মুকেশ♔ কুমার বল হাতে ছিলেন অনবদ্য। তিনি প্রথম ইনিংসে ১৮.৪ ওভার বল করে ৪৬ রানের বিনিময়ে একাই ৬টি উইকেট নেন। এছাড়া ৩টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও ১টি উইকেট দখল করেন নীতীশ রানা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট কর🦹তে নেমে ভারতীয়-এ দল মাত্র ৩০ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। অভিমন্যু ঈশ্বরন ৩২ বলে ১২ রান করে রান-আউট হন। ৬ বলে ৫♔ রান করে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়।
তৃতীয় উইকেটের জুটিতে জমাট প্রতিরোধ গড়েন সুদর্শন ও পাডিক্কাল। দ্বিতীয় দি🔯নের শেষ পর্যন্ত অবিচ্ছেদ্য থাকেন দু'জনে। ভারত দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ২০৮ রান সংগ্রহ করেছে। অর্থাৎ, প্রথম ইনিংসের খামতি মিটিয়ে ভারত ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ১২০ রানে। ভারতীয় দলের হাতে রয়েছে ৮টি উইকে♌ট।
উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএল রিটেনশনের দিনে অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে পরিচিত ছন্দে ধরে দিতে পারেননি সাই সুদর্শন। তবে রিটেনশনের পরের দিনেই দুর্দান্ত ব্যাট করেন তিনি। অজিদের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের শেষে সুদর্শন ব্যক্তিগত ৯৬ রানে অপরাজিত থাকেন। অর্থাৎ, শতরান থেকে মাত্র ৪ রান দূরে দাঁড়িয়ে রয়েছেন তিনি।😼 ১৮৫ বলের ইনিংসে সুদর্শন ৯টি চার মেরেছেন। উল্লেখ্য, গুজরাট টাইটানস এবছর তাঁকে ৮ কোটি ৫০ লক্ষ টাকায় স্কোয়াডে ধরে রেখেছে।
ব্যক্তিগত শতরানের দিকে এগিয়ে চলেছেন পাডিক্কালও। দেবদূতকে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ রিটেন করেনি। সেই হতাশা 🍌কাটিয়ে পাডিক্কাল অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৮০ রানে। ১৬৭ বলের ইনিংসে তিনি ৫টি চার মেরেছেন।