পড়ানোই পেশা। লন্ডন স্কুল অফ ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে শিক্ষকতা করেছেন সেলি বার্টন। তবে নেশা হল খেলাধুলো। ছোটবেলা থেকেই ফুটবল খেলতেন। তবে ৬৬ বছর টপকে তিনি এমন এক কৃতিত্ব অꦦর্জন করেন, যা বিশ্বের আর কারও নেই।
রবিবার সব থেকে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আতꩲ্মপ্রকাশ করে বিশ্বরেকর্ড গড়েন সেলি। বয়স শুনলে চোখ কপালে উঠবে নিশ্চিত। জিব্রাল্টার হয়ে পও্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামার দিনে সেলির বয়স ৬৬ বছর ৩৩৪ দিন।
রবিবার এস্তোনিয়ার বিরুদ্ধে জিব্রাল্📖টার মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় উইকেটকিপার সেলি বার্টনের। ছেলে অথবা মেয়েদের ক্রিকেটে এত বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি আর কেউ। এই নিরিখে সেলি ভেঙে দেন পর্তুগালের আকবর সৈয়দের বিশ্বরেকর্ড। আকবর পর্তুগালের ছেলেদের দলের হয়ে ৬৬ বছর ১২ দিন বয়সে মাঠে নেমেছেন।
২০২১ সালে জিব্রাল্টার ওয়েভ এফসি 🐻গঠন হওয়ার পরে সেই দলের হয়ে শুরু থেকেই বিচ সকার, ফুটসল ও ফুটবল, তিনটি বিভাগেই মাঠে নামেন। ফুটবলের মাঠে স্ট্🐎রাইকার থেকে ডিফেন্ডার, সব ভূমিকাতেই মাঠে নেমেছেন সেলি। তবে বেশিরভাগ সময়ে তাঁকে গোলকিপিং করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:- Virat Kohli Fined: আউট হয়ে হম্বিতম🍌্বি, আম্পায়ারকে চোখ রাঙিয়ে বিরাট শাস্তি কোহলির
নিজের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে উইকেটকিপিং করলেও ব্যাট করার সুযোগ হ⛦য়নি সেলি বার্টনের। যদিও তাঁর অভিষেক ম্যাচ দাপুটে জয় দি🃏য়ে স্মরণীয় করে রাখে জিব্রাল্টার। এস্তোনিয়াকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় জিব্রাল্টার।
টস জিতে জিবඣ্রাল্টারকে শুরুতে ব্যাট করতে পাঠায় এস্তোনিয়া। জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে ৬৮ রান করে নট-আ🐭উট থাকেন ক্যাপ্টেন অ্যামি বেনাতার। ২২ বলে ১১ রান করেন অপর ওপেনার নিক্কি। এলিজাবেথ ফেরারি ২৩ বলে ২৭ রান করেন। তিনি ৩টি চার মারেন। ৩৫ রান আসে অতিরিক্ত হিসেবে।
পালটা ব্যাট করতে নেমে এস্তোনিয়া ১২.৩ ওভারে মাত্র ৩০ রানে অল-আউট হয়ে যায়, যার মধ্যে ১৭ রান আসে অতির🧔িক্ত হিসেবে। এস্তোনিয়ার 💎১১ জন ব্যাটার মিলে সংগ্রহ করেন সাকুল্যে ১৩ রান। কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেননি ৪ জন।
জিব্রাল্টার এলিজাবেথ ফেরারি ৩.৩ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন হেলেন। ম্যাচের সেরা হনꦆ এলিজাবেথ।