ফিট হয়ে ভারতীয় দলে ফিরতে চলেছেন শুভমন গিল। কিন্তু তাঁর জায়গায় সুযোগ পাওয়া সরফরাজ খানের কী হবে ? এনিয়ে প্রশ্ন উঠছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে দুরন্ত ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার শুভমন দলে ফিরলে সরফরাজ না রাহুল কে প্রথম একাদশে থাকবে সেটা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তবে এরকম পরিস্থিতিতে মঙ্গলবার ভারতীয় দ꧑লের অনুশীলনে দেখা গেল না সরফরাজ খানকে। পুরোদমে প্র্যাক্টিস সারলেন কেএল রাহুল। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের বলও খেললেন নেটে। জানা যায়, নিজের সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য মুম্বইয়ে রয়েছেন সরফরাজ। বুধবার সকালে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে দেখা যায়নি শুভমন গিলকে। ঘাড়ের চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠেছেন তিনি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করেছিলেন শুভমন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর জায়গায় সুযোগ পাওয়া সরফরাজ খান যথেষ্ট নজর কাড়েন সকলের। প্রথম ইনিংসে শূন♌্য রানে প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং করেছেন তিনি। ১৫০ রান করে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতরানটি করেন তিনি। স্বভাবতই দ্বিতীয় টেস্টেও তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন কেএল রাহুল। তিনি একমাত্র ব্যাটসম্যান যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
শুধু তাই নয়, ব্যাট হাতে এবছর টেস্ট ক্রিকেটে কেএল রাহুল এখনও পর্যন্ত সেভাবে দাগ কাটতে পারেননি। যদিও মঙ্গলবার তাঁকে অনেকটা সময় ধরে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। রায়ান টেন দুশখাতে আগেই জানিয়েছিলেন ঋষভ পন্ত এবং শুভমন গিল দু’জনেই ফিট রয়েছেন। সেক্ষেত্রে সরফরাজ এবং রাহুলের মধ্যে যেকোনও একজনই প্রথম একাদশে সুযোগ পাবেন। ফর্মের নিরিখে এগিয়ে রয়েছেন সরফরাজ খান। সুযোগ পেয়েও লাগাতার ব্যর্থ হওয়ার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন কেএল রাহুল।