যশস্বী জয়সওয়ালের দ্বিশতরানের পরে কে প্রথমে সেলিব্রেশনে মেতে 🍎ওঠেন? যশস্বী নিজেই নাকি সরফরাজ খান? সে যিনিই হোক না কেন, কিন্তু যশস্বীর দ্বিশতরানের সময় যেভাবে সতীর্থ সরফরাজ উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন, তা দেখে মজেছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। অনেকের তো সুরেশ রায়না এবং বিরাট কোহলির জুটির কথা মনে পড়ে যাচ্ছে। ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের শতরানের পরও একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রায়না। আর সেই ঘটনার পুনরাবৃত্তি দেখে সরফরাজকে ‘নয়া রায়না’ হিসেবে অভিহিত করেছেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আর সত্যিই সেই ছবিটা ভাইরাল হওয়ার কথাই। রবিবার ভারতের দ্বিতীয় ইনিংসের ৯৭ তম ওভারে প্রথম বলেই জো রুটের বলটা কভারের ডানদিকে ঠেলে এক রানের জন্য দৌড়ান যশস্বী। রানটা যে হতে চলেছে, সেটা বুঝেই দু'হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন ভারতীয় ওপেনার। নন-স্ট্রাইকার এন্ড থেকে ছুটে আসা সরফরাজও দু'হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। রানটা পূর্ণ করার জন্য দৌড়াতে-দ꧟ৌড়াতেই দু'জনে একই কায়দায় সেলিব্রেশনে মেতে ওঠেন য♚শস্বী এবং সরফরাজ। যে দু'জনে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন।
আর সেই ঘটনার কিছুক্ষণ আগেই যশস্বী এবং সরফরাজের মধ্যে কিছুটা মান-অভিমান হয়েছিল। ৯৪ তম ওভারের চতুর্থ বলে দু'রান নেওয়ার জন্য 'কল' করেন সরফরাজ। কিন্তু যশস্বী রান এক রানেই সন্তুষ্ট থাকেন। রীতিমতো উত্তেজিতভাবে জয়সওয়ালের প্রতি বিরক্তি প্রকাশ করতে থᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাকেন সরফরাজ। অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যে সরফরাজ বলছেন, 'মাথায় কী আছে? এটা পরিষ্কার দু'রান ছিল।' আর সত্যিই দু'রান ছিল। যদিও সেই মান-অভিমানের পর্ব বেশিক্ষণ স্থায়ী যে হয়নি, তা যশস্বীর দ্বিশতরানের সময়ই বোঝা যায়।
সেই দৃশ্য দেখে এক নেটিজেন বলেন, ‘জয়সওয়ালের দ্বিশতরানের জন্য সরফরাজের সেলিব্রেশন দেখে মনে হচ্ছে নয়া রায়না উচ্ছ্বাস প্রকাশ করছেন।’ অপর এক নেটিজেন বলেন, ‘সরফরাজ 🐻যে কাজটা করল, তা দেখে দারুণ লাগল। খুব স্বস্তিদায়ক। মাঠ থেকে আগে যশস্বীকে যেতে বলা হোক না যশস্বীর দ্বিশতরানের জন্য এক রান নিতে দৌড়ানোর সময় উচ্ছ্বাস প্রকাশ হোক- দারুণ লাগল এটা। স্রেফ পান্ডিয়ার থেকে দূরে রাখতে হবে ওকে।’