বেশ কিছুদিন হল জাতীয় দলের হ🍨য়ে পরিচিত ছন্দে নিজেকে মেলে ধরতে পারছেন না শাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বটে, তবে নির্ভরতা দিতে পারেননি দলকে। চিপকে বল হাতে নিতান্তই রংচটা দেখিয়েছে তাঁকে।
আসলে আঙুলের চোটে বল গ্রিপ করতে সমস্যায় পড়তে হচ্ছে শাকিবকে, এমন প্রসঙ্গ সামনে চলে আসে। এমন পরিস্থিতিতে কানপুরের দ্বিতীয় টেস্টে শাকিব মাঠে নামবেন কিনা, সেই বিষয়ে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়। এরই মাঝে বাংলাদেশের ক্রিকেটমহলকে নাড়িয়ে দিয়ে নিজেꦅর অবসর নিয়ে বিরাট মন্তব্য করলেন শাকিব।
বৃহস্পতিবার অর্থাৎ, কানপুর টেস্ট শুরুর আগের দিনে শাকিব জানিয়ে দিলেন, মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচটিই হবে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট। যার অর্থ, শাকিব যদ🌺ি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ না পান🐟, তবে কানপুরে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিই হতে পারে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, শাকিব আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের কথাও জানিয়ে দিলেন। তিনি জানান যে, গত টি-২০ বিশ্বকাপের আসরেই তিনি তাঁর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন। অর্থাৎ, দেশের জার্সিতে আর কখনও টি-২০ ম্যাচ খেলতে নামবেন না 🍌তিনি।
এমনটা নয় যে, দুই ফর্ম্যাটে খেলা ছেড়ে শাকিব ওয়ান ডে কেরিয়ার দীর্ঘায়িত করতে চান। বরং কবে দেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলাও ছেড়ে দেবেন, সেই পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন তিনি। শাকিব স্পষ্ট করে দেন যে, নতুন বছরের শুরুতে অনুষ✤্ঠিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফ𒊎িই হবে বাংলাদেশের হয়ে তাঁর শেষ ওয়ান ডে টুর্নামেন্ট।
পিটিআইয়ের উদ্ধৃতি অনুযায়ী শাকিব বলেন, ‘মীরপুরে কেরিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা রয়েছে আমার। আমি সেকথা বিসিবিকে জানিয়েও দিয়েছি। ওরা সম্মতি জানিয়েছে। ওরা সব রকম চেষ্টা করছে যাতে আমি বাংলাদে🍌শে ফিরতে পারি। যদি সেটা সম্ভব না হয়, তবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটিই হবে আমার কেরিয়ারের শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি নিজের শেষ ম্যাচ খেলতে চাই ঘরের মাঠে।’
শাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ার
শাকিব আল হাসান এখনও পর্যন্ত ৭০টি টেস্ট, ২৪৭টি ওয়ান ডে ও ১২৯টি আ🍷ন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। টেস্টে ৪৬০০🌳 রান ও ২৪২টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে ৭৫৭০ রান ও ৩১৭টি উইকেট সংগ্রহ করেছেন শাকিব। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫৫১ রান ও ১৪৯টি উইকেট রয়েছে শাকিবের ঝুলিতে।