🍷 বাংলাদেশর দলের অলরাউন্ডার শাকিব আল হাসান সব ধরণের ক্রিকেটেই বোলিং থেকে নিষিদ্ধ হয়ে গেলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সম্প্রতি তাঁর বোলিং অ্যাকশনকে অবৈধ তকমা দিয়েছিল। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল সব ধরণের প্রতিযোগিতাতেই শাকিব আর বোলিং করতে পারবেন না, যতদিন না তিনি নিজের বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় পাস করছেন।
⛎সেপ্টেম্বর সামনে সোমারসেটের বিপক্ষে শাকিবের দল সারের হারের পরই তাঁর বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পায় বিসিবি। এটাই এবছরে কাউন্টি ক্রিকেটে তাঁর একমাত্র ম্যাচ ছিল। দুই ইনিংসে করেন ১২ রান। প্রথমে ধরে নেওয়া হয়েছিল শাকিব হয়ত ইংল্যান্ডে বোলিং করতে পারবেন না, কিন্তু বাংলাদেশ বোর্ড জানিয়ে দেয় আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বের কোনও বিদেশি লিগেই আর শাকিব বোলিং করতে পারবেন না।
আরও পড়ুন-🅺নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
কোথাও বোলিং করতে পারবেন না শাকিব-
⛦বাংলাদেশ বোর্ড বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে পেরেছে জাতীয় দলের অলরাউন্ডার শাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আওতায় থাকা সব ধরণের ক্রিকেটেই বোলিং করতে পারবে না। এর ফলে শাকিবের ওপর বাংলাদেশের বাইরে কোনও ঘরোয়া লিগে এবং আন্তর্জাতিক ক্রিকেটেই বোলিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসি স্বীকৃত টেস্টিং সেন্টারে শাকিব বোলিং পরীক্ষার পর ’।
🎐আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
বোলিং টেস্টে পাস করতে হবে শাকিবকে-
🥃বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে আইসিসির ১১.৪ ক্লজ অনুযায়ী আইসিসির টেস্টিং সেন্টারের কাছে আরও বিশ্লেষণের জন্য আবেদন জানাতেই পারেন শাকিব আল হাসান। সেখানে যদি শাকিবের পক্ষে ফলাফল আসে, অর্থাৎ তাঁর বোলিং অ্যাকশনে ত্রুটি না থাকে তাহলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ও বোলিং করতে পারবে।
ব্যাটার হিসেবে খেলতে পারবেন-
🍌অবশ্য শাকিবের ওপর বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও তিনি স্পেশালিস্ট ব্যাটার হিসেবে যে কোনও প্রতিযোগিতাতেই খেলতে পারবেন। বিসিবি এও জানিয়েছে যে শাকিব আল হাসান খুব তাড়াতাড়ি আইসিসির টেস্টিং সেন্টারে তাঁর বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ণ এবং পুনর্বিশ্লেষণের জন্য যাবেন।
💫ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য...
অতীতেও প্রশ্নের মুখে পড়ে শাকিবের বোলিং-
🃏২০০৬ সালেও শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল,যখন তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এই অলরাউন্ডারের একমাত্র রেকর্ড রয়েছে ১৪০০০ রানের পাশাপাশি ৭০০র ওপর উইকেটের। নভেম্বরের ৩০ তারিখ আবু ধাবি টি১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে শেষবার কোনও প্রতিযোগিতামুলক ম্যাচে নামেন শাকিব। সেই ম্যাচে তিনি তেমন নজর কাড়তে পারেননি।