প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামꦯলায় অবশেষে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। মঙ্গলবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া হয়। কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে CFSLএ পাঠানো হবে বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। সেখ🌄ানে আগে থেকে সিবিআইয়ের কাছে থাকা কাকুর কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে নমুনা কণ্ঠস্বর।
দীর্ঘদিন ধরে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে কালীঘাটের কাকু 🌳বারবার আদালতে হাজিরা এড়ানোয় আটকে ছিল প্রক্রিয়া। ৫ বার হাজিরা এড়ানোর পর মঙ্গলবার হাজিরা দেꦿন সুজয়কৃষ্ণ। এর পর সিবিআইকে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন বিচারক। আদালতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কাকুর কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে CFSLএ পাঠানো হবে। সেখানে আগে থেকে সিবিআইয়ের হাতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে নমুনা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। কণ্ঠস্বর ꧒মিলে গেলে নিয়োগ দুর্নীতি তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর সংস্থা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসꦫে কোটি কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ। যে পরিষেবা দেওয়ার নাম করে কালীঘাটের কাকুর সংস্থার থেকে লিপস অ্যান্ড বাউন্ডস টাকা নিয়েছে তা দেওয়ার কোনও পরিকাঠামো তাদের নেই বলে দাবি সিবিআইয়ের। এমনকী বাজারদর থেকে অস্বাভাবিক বেশি দামে লিপস অ্যান্ড বাউন্ডসের থেকে কাকুর সংস্থা পরিষেবা কিনেছে বলেও তদন্তে জানিয়েছে সিবিআই।