শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই মুহূর্তের সেরা ব্যাটারদের অন্যতম পাকিস্তানের সাদা বলের ফর্ম্যাটের বর্তমান অধিন෴ায়ক বাবর আজম।গত ওডিআই বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্স করেছিল পাকিস্তান দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এরপর দেশে ফিরেই অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই ফের একবার টি-২০ ফর্ম্যাট তো বটেই ওডিআই ফর্ম্যাটের অধিনায়কত্বের দায়ভার তুলে দে🌊ওয়া হয়েছে বাবরের কাঁধে।
আরও পড়ুন… ভিডিয়ো: ভক্তদের ভিড়ে আ🎃টকে ꦗপড়লেন এনরিখ ক্লাসেন! হঠাৎ রেগে গেলেন SRH-এর তারকা ক্রিকেটার
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি পাকিস্তান। ফলে টি-২০ বিশ্বকাপ জিততে এখন মরিয়া তারা। টি-২০ ফর্ম্যাট বরাবর ব্যাটারদের সহযোগী একটা ফর্ম্যাট। যেখানে দর্শকরা রান বন্যা দেখার আশা নিয়েই সাধারণভাবে মাঠে উপস্থিত হন। ফলে এই ফর্ম্যাটে বিগ হিটারদের একটা আলাদা চাহিদা রয়েছে। অর্থাৎ যারা বড় বড় ছয়, চার হাঁকাতে পারেন। বাবরের বিরুদ্ধে বরাবর একটা অভিযোগ রয়েছে বাবর ভালো ব্যাটার হলেও ভালো বিগ হি🃏টার নন। আর এটা টি-২০ ফর্ম্যাটে সমস্যার। আর সে কথা মাথাতে রেখেই এবার কার্যত বাবরের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আরেক প্রাক্তন পাক তা꧅রকা।
আরও পড়ুন… IPL 202🐓4: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ফ্যাফ ডু প্লেসি, ক্রিস গেইলকে পিছনে ফেললেন RCB-র ক্যাপ্টেন
চ্যালেঞ্জটা কী?
কী চ্যালেঞ্জ তিনি দিলেন বর্তমান দলনায়ককে? প্রাক্তন পাকিস্তানি তারকা ক্রিকেটার বাসিত আলির সোজাসুজি বক্তব্য শক🐓্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাবর পরপর তিন বলে তিনটি ছয় মেরে দেখাক! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি জানিয়েছেন, তিনি মনে করেন পরপর ৩টে ছয় মারতে পারবেন না বাবর। আর তাই তিনি বাবরকে ওপেন চ্যালেঞ্জও দিয়েছেন। উল্লেখ্য মে মাসেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচেܫর টি-২০ সিরিজ খেলবেন তারা। এই দুই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে পিসিবি।
আরও পড়ুন… ভিডিয়ো: ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখু🎃ত থ্রো! কোহলির🤡 রান আউট করা দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন
এমন আবহে সম্প্রতি পাকিস্তানের বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ‘যদি বাবর আজম সেরা দলগুলোর বিরুদ্ধে পরপর তিন বলে তিনটে ছয় মারে, তা হলে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব। মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো দলগুলোর বিরুদ্ধে টানা ৩টে ছয় মারলে হবে না, ক্রিকেট বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে মারতে হবে।’ তিনি আরও বলেন, ‘যদি ও (বাবর) এই চ্যালেঞ্জটা গ্রহণ করে, তাౠ হলে ও বলুক যে এই চ্যালেঞ্জটা বাবর বাস্তবে করে দেখাবে। আর যদি এই বারেরꦫ বিশ্বকাপে এই পরপর তিনটে ছক্কা মারতে না পারে, তা হলে আর ওর ওপেন করা ঠিক হবে না।’