♍ ভারতীয় দল গত মাসেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ জয় করেছে। ২০২৫ সালের মার্চ মাসের সেরা খেলোয়াড়ের তালকিাতেও এবার মনোনয়ন পেলেন সেই ভারতীয় দলের হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র সর্বোচ্চ রানের মালিক। তিনি হলেন শ্রেয়স আইয়ার, যিনি বর্তমানে আইপিএলের দল পঞ্জাব কিংসে খেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ তিনটি ওডিআইতে ১৭২ রান করেছেন শ্রেয়স ,তাঁর ব্যাটিং গড় ছিল ৫৭.৩৩। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচে ৭৯ রানের ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৫ রান করেছিলেন তিনি। এরপর ফাইনাল ম্যাচে তিনি ৪৮ রান করেছিলেন, এবং ভারতকে ট্রফি জিততে সাহায্য করেন। গোটা প্রতিযোগিতায় তিনি করেন ২৪৩ রান, গড় ৪৮.৬০। ছিল দুটি হাফ সেঞ্চুরি।
🐲আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটারের তালিকায় আরেকজন ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। যিনি পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত পারফরমেন্স করেছিলেন। মাত্র ৬.১৭ ইকোনমি রেটে তিনি সেই সিরিজে মোট ১৩টি উইকেট নেন। এক ম্যাচে ১৪ রানে তিনি ৪ উইকেট নিয়েছিলেন। সেই সুবাদে আইসিসির টি২০ বোলারদের তালিকায় তিনি শীর্ষস্থানেও জায়গা করে নিয়েছেন।
💝আরেক কিউয়ি তারকা রাচিন রবীন্দ্রও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন বেশ ভালো ছন্দে। অলরাউন্ড পারফরমেন্সে তিনি দলকে ফাইনালে তুলেছিলেন। তিনি মার্চ মাসের তিনটি ওডিআইতে ১৫১ রান করেন, এছাড়াও তিনটি উইকেট নিয়েছিলেন মাত্র ৪.৬৬ ইকোনমি রেটে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দঃ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ১০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যেই সুবাদে তাঁর দল ফাইনালে ওঠে।
🌼এই প্রতিযোগিতায় চার ম্যাচে নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার রাচিন রবীন্দ্র করেছিলেন ২৬৩ রান। সেই সুবাদেই তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গোল্ডেন ব্যাট অর্থাৎ সর্বোচ্চ রান স্কোরারের পুরস্কার পান। তিনি তিনটি ম্যাচে হাত ঘুরিয়ে প্রত্যেক ম্যাচেই একটি করে উইকেট নিয়েছিলেন। তিনিও রয়েছেন শ্রেয়সের সঙ্গে মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে।