শুভব্রত মুখার্জি:- ভারতীয় উপমহাদেশের উইকেট বরাবর স্পিন সহায়ক। বিশেষ করে শ্রীলঙ্কার উইকেট বরাবর বেশ স্পিন সহায়ক। মুথাইয়া মুরলিধরন, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিসের মতন তারকা স্পিনাররা এইধরনের উইকেটে ভয়ানক রুপ ধারন করতেন বল হাতে। শ্রীলঙ্কার ২২ গজে স্পিনারদের খেলাটা ছিল ব্যাটারদের পক্ষে বিভীষিকা। শ্রীলঙ্কার ২২ গজের চরিত্র যে এখন🔜ও বদলায়নি তা টের পাওয়া যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার চলতি ওয়ানডে সিরিজে। যেখানে ঘটে গিয়েছে এক অভিনব ঘটনা! পরপর দুই ম্যাচে এক ইনিংসে ভারতীয় দলের ৯ ব্যাটার আউট হয়েছেন শ্রীলঙ্কার স্পিনারদের বলে।
ভারতীয় দল তাদের ওয়ানডে ইতিহাসে একবার এক ইনিংসে তাদের সবকটি উইকেট অর্🅘থাৎ দশটি উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে। এছাড়া তিনবার তারা এক ইনিংসে তাদের দশটির মধꦬ্যে নয়টি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে। কাকাতলীয়ভাবে এই চারবার যেমন ভারতের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ঘটেছে এই ঘটনা,তেমন এই ঘটনা চারবারই ঘটেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আবার চলতি সিরিজের পরপর দুই ম্যাচে ঘটেছে এই ঘটনা।
আরও পড়ুন… ভারতীয় হকি দলে বড় ধাক্কা! রোহিদাসের উপর নিষেধাজ্ঞা, জার্মানির বিরুদ্ধে সেমির ম্যাচে নেই অমি🦩ত
চলতি সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়েছিল। সেই ম্যাচেও দশজনের মধ্যে নয়জন ভারতীয় ব্যাটার আউট হয়েছিলেন স্পিনের বিরুদ্ধে। আর দ্বিতীয় ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ও ঘটেছে এক ঘটনা। প্রসঙ্গত ২০২৩ সালে প্রেমাদাসা স্টেডিয়ামে এক ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল তাদের দশটি উইকেটের দশটিই হারিয়েছিল স্পিনারদের বিরুদ্ধে। ১৯৯৭ সালে প্রথমবার ভারতীয় দল শ্রীলঙ্কার🃏 বিপক্ষে ম্যাচে তাদের ১০টির মধ্যে ৯ টি উইকেট হারিয়েছিল।
আরও পড়ুন… ভারতীয় 😼হকি দলে বড় ধাক্কা! রোহিদাসের উপর নিষেধাজ্ঞা, জার্মানির বিরুদ্ধে সে🗹মির ম্যাচে নেই অমিত
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা দল। তারা নয় উইকেট হারিয়ে তোলে ২৪০ রান। আভিষ্কা ফার্নান্দো ৪০, কুশল মেন্ডিস ৩০,চারিথ আসালঙ্কা ২৫, দুনিথ ওয়েলালাগে ৩৯ এবং কামিন্দু মেন্ডিস ৪০ রান করেন এদিন দলের হয়ে। একাধিকꦍ ব্যাটার ভালো শুরু করলে ও তারা বড় ইনিংস খেলতে পারেননি। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর তিনটি এবং কুলদীপ যাদব দুটি উইকেট নেন।
আরও পড়ুন… SL vs IND: সকালে দলে ডাক, রাতে ভারতের ছয় উইকেট শিকার!ꦚ ম্যাচের সেরা হয়ে কী বললেন জেফ্রি বন্দরসে?
জবাবে ভারত ২০৮ রানেই অলআউট হয়ে যায়। অধিনায়ক রোহিত শর্মা ৬৪ রান করেন। তা🌃ঁকে যোগ্য সঙ্গত দেন শুভমন গিল। তিনি ৩৫ রান করেছেন। এছাড়া অক্ষর♔ প্যাটেল করেছেন ৪৪ রান। শ্রীলঙ্কার হয়ে জেফ্রি ভ্যান্ডারসে ছয়টি এবং চারিথ আসালঙ্কা তিনটি উইকেট নিয়েছেন।