ডাম্বুলায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নজির গড়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান পাথুম নিশঙ্কা। ওপেনিংয়ে আসা পাথুম নিশঙ্কা চতুর্থ ওভারেই ওয়েস্ট ইন্ডিজে♔র বো♋লার শামার জোসেফকে এক ওভারে ছয়টি চার মারেন। এর ফলে পাথুম নিশঙ্কা বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে এই রেকর্ডটি গড়েছেন। শুধু রেকর্ড গড়াই নয়, এই ম্যাচটি ৭৩ রানে জিতেছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন… ﷽ভাবছি ওদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাব- মায়া🌳ঙ্ক-নীতীশদের টেস্টে অভিষেক নিয়ে কী বললেন রোহিত শর্মা
এক ওভারে ছয়টি চার মেরেছেন এমন ব্যাটসম্যানরা হলেন-
সন্দীপ পাতিল: ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের সন্দীপ ♒পাতিল এই রেকর্ডটি নিজের নামে করেন।
ক্রিস ༺গেইল: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ম্যাথিউজ হগার্ডের বলে ৬টি চার ♓মেরেছিলেন।
অজিঙ্কা রাহানে: আইপিএলে রাজস্থানের হয়ে খেলার সময় তিনি আরসিবি বোল🌳ার শ্রীনাথ অরবিন্দরের বিরুদ্ধে ৬টি চার মেরেছিলেন।
তিলকরত্নে দিলশান: ২০১৫ ওডিআই বিশ্বকাপে, দিলশান অস্ট্রেলিয়ার মিচেল জনসনকে ১ ওভারে 💝ছয়টি চার মেরেছিলেন।
রামনারেশ সারওয়ান: ওয়েস্ট ཧইন্ডিজ কিংবদন্তি সারওয়ান ভারতীয় বোলার মুনাফ প্যাটেলের এক ওভারে ছয়টি চার মেরেছিলেন।
পৃথ্বী শ: আইপিএলে দিল্লির হয়ে খেলতে গিয়ে কেকেআর-এর শিবম মাভির বিরুদ্ধে এই নজির গড়েছিলেন ♔পৃথ্বী শ।
পাথুম নিশঙ্কা: ওয়েস্ট🦩 ইন্ডিজের শামার জোসেফের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি চার মেরেছেন 𒁃শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্কা।
আরও পড়ুন… IND vs NZ: ওদের অনেক ম্যাচ উইনার রয়েছে- কিউয়ি অধিনায়ক টম লাথামে♏র বিশ্বাস, ভারতকে হারানো কঠিন
প্রতিযোগিতাটি এরকম ছিল
ব্যাট করতে আসা পাথুম নিশঙ্কা ও কুশল মেন্ডিসের ওপেনিং জুটি শ্রীলঙ্কার জন্য দুর্দান্ত শুরু করে এবং প্রথম উইকেটে ৭৭ রান যোগ করে এই জুটি। দশম ওভারে কুশল মেন্ডিসকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য 𝔉এনে দেন শামার স্প্রিংগার। কুশল মেন্ডিস ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় করেন (২৬)। ১৪তম ওভারে কুশল পেরেরাকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে পাঠান শামার জোসেফ। পেরেরা 🍨১৬ বলে ৩টি চার ও ১টি ছক্কায় (২৪) রান করেন।
আরও পড়ুন… বাবর আজম নাকি বিরাট কোহলি, সেরা কে? কটাক্ষ না করে যুক্তি 𝔉দিয়ে বিতর্ক শেষ করলেন রবিচন্দ্রন অশ্বিন
পাথুম নিশঙ্কা ৪৯ বলে ৯টি চার 𝕴ও এক ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। কামিন্দু মেন্ডিস (19) এবং অধিনায়ক চরিথ আসালঙ্কা (৯) রান করার পর আউট হন। ভানুকা রাজাপক্ষে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কা ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে। ওয়েস্ট ই🦩ন্ডিজের হয়ে ২টি উইকেট পান রোমারিও শেফার্ড। আলজারি জোসেফ, শামারা জোসেফ এবং শামার স্প্রিংগার একটি করে শিকার করেন। লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কান বোলারদের সামনে ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১৬.১ ওভারে মাত্র ৮৯ রানের মধ্যেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৭৩ রানে ম্যাচটি জিতে নেয় শ্রীলঙ্কা। এরফলে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি ১৭ অক্টোবর খেলা হবে।