উইমেন্স বিগ ব্যাশ লিগে দুরন্ত ক্যাচ ধরলেন স্মৃতি মন্ধানা। অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম পার্থ স্করচার্স ম্যাচে তিনি ক্যাচটি ধরেন। বর্তমানে স্মৃতি অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে উইমেন্স বিগ ব্যাশ লিগ খেলছেন। ভিড๊িয়োটি প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে ক্যাচ ধরার জন্য পিছন দিকে দৌড়ে যান স্মৃতি। তারপর নিখুঁতভাবে বলটিকে নিজের তালুবন্দি করে নেন। ভিডিয়োটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। স্মৃতি মন্ধানা অনেকদিন ধরেই উইমেন্স বিগ ব্যাশ লিগ খেলে আসছেন। এখনও পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে মোট ৪৩টি ম্যাচ খেলেছেন। এবছর তিনি প্রথমবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
আজ উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলা চলছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম পার্থ স্কচার্সের। সেখানেই যখন অ্যাডিলেড স্ট্রাইকার্স বল করছিল তখন দুরন্ত ক্যাচটি নেন স্মৃতি। ঘটনাটি♍ ঘটে ১৪ তম ওভারের একদম প্রথম বলে। সেই সময় বল করছিলেন আমান্ডা জেড ওয়েলিংটন। ব্যাট করছিলেন কার্লি লিসন। তিনি বলটি তুলে মারার চেষ্টা করেন, কিন্তু ঠিক মতো ব্যাটে বলে সম্পর্ক না হওয়ায় উঁচুতে উঠে যায়। বলটির পিছনে দৌড়ে শরীর ছুঁড়ে দিয়ে অসাধারণ ক্যাচ ধরেন স্মৃতি। এদিন ব্যাট হাতেও নজর কেড়েছিলেন তিনি। ওপেন করতে নেমে ২৯ বলে ৪১ করেন স্মৃতি, মেরেছেন ৫টি চার এবং ১টি ছয়।
এদিনের ম্যাচে ৩০ রানে জয় পায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পার্থ স্করচার্স। নির্ধারিত ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে অ্যাডিলেড। স্মৃতি ছাড়াও ব্যাট হাতে রান করেন ক্যাটি ম্যাক (৪১) এবং লরা উলভার্ট (৪৮)। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারি♏য়ে চাপে পড়ে যায় পার্থ। মাত্র ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানই তুলতে সক্ষম হয়েছিল পার্থ। ব্যাট হাতে তাদের হয়ে উল্লেখযোগ্য রান করেন সোফি ডিভাইন (৩৫) এবং ব্রুক হ্যালিডে (৪৭)। উল্লেখ্য, অ্যাডিলেড স্ট্রাইকার্সে✨র হয়ে ৫টি ম্যাচ খেলেছেন স্মৃতি মন্ধানা। রান করেছেন ১৪৪, গড় ২৮.২০। তিনি শুধু বিগ ব্যাশ লিগ নয়, এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগ এবং হান্ড্রেডস উইমেন্স কম্পিটিশনেও অংশ নিয়েছেন।