ভারতীয় দল কি অস্ট্রেলিয়ায় অপ্রস্তুতভাবেই খেলতে নামছে? এই প্রশ্নই তুলছেন অনেকে। কারণ টিম ইন্ডিয়ার মুল দলের ব্যাটাররা দু একজন বাদে বাকি কেউই আগে থেকে অস♊্ট্রেলিয়ায় আসেননি। কিউসি সিরিজ শেষের কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ হয়ে যাওয়া মাঝে তেমন প্র্যꦓাকটিস ম্যাচও খেলেনি ভারত। মাত্র ১ ম্যাচ নিজেদের মধ্যে খেলেছে তাঁরা।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বা💃টলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিল🔥ামে সব থেকে দামি হতে পারে যারা?
ভারতীয় দল নিউজিল্যান্ডর বিপক্ষে ৩-০ তে টেস্ট সিরিজ হেরে যাওয়💦ায় অস্ট্রেলিয়ায় গিয়ে তাঁদের পারফরমেন্সের বিষয় সন্ধিহান অনেকে। ভারতীয় দলকে অপ্রস্তুতও মনে করছেন কেউ কেউ। গত ১০ বছর ধরে বর্ডার গাভাসকর ট্রফিতে আধিপত্য দেখিয়েছে টিম ইন্ডিয়া। তাই সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন ভারতীয় দল যথেষ্ট প্রস্তুতি নিয়েই সিরিজে নামবে।
আরও প🌜ড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারক💮া পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘অনেকে বলছে টিম ইন্ডিয়া আন্ডারকুক, অর্থাৎ অপ্রস্তুত। কিন্তু এটা তখন হয়, যখন একটা দল কোনও টেস্ট ক্রিকেটই সাম্প্রতিক সময় না খেলে থাকে। কিন্তু ভারত তো এই কদিন আগেই মোট পাঁচটি টেস্ট খেলেছে, তাও সাত সপ্তাহের ব্যাবধানে। ফলে🌟 এই প্রশ্ন আসছে কীভাবে আমি সেটাই বুঝতে পারছি না ’।
আরও পড়ুন-IPL নিলামে শামি পা🔯চ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
সৌরভ গঙ্গোপাধ্যায় কিউয়ি সিরিজের ফলাফলের কথা মেনে নিয়েও বলছেন, 'আমি বুঝতে পারছি, নিউজিল্যা🅷ন্ডের কাছে অপ্রত্যাশিতভাবে সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে ভারত। তবে এটাও বুঝতে হবে যে ভারতকে অনেক কঠিন উইকেটেও খেলতে হয়েছে, সেই তুলনায় অস্ট্রেলিয়ায় কিন্তু পিচ ব্যাটিং সহায়ক, ফলে ওই অসুবিধা সেখানে হবে না। আর কিউয়ি সিরিজ হারের মানসিক চাপ ভারতের ওপর থাকবে না'।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবারꦗ নয়া ব্যাটিং কোচ প♕াকিস্তান ক্রিকেটে…
সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলছেন, ‘আমার মনে হয়, ঘরের মাঠে স্লো টার্নার উইকেটে খেলার অভ্যাস বদল করা উচিত। ব্যাটাররা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে এই ধরণের পিচে খেলতে গিয়ে। আমাদের এমন একটা দল রয়েছে, যারা সব ধরণের ট্র্যাকেই ম্যাচ✤ জিততে পারে। দুধরণের উইকেট হয়, যেখানে সিমিং ট্র্যাক, আরেকটা র্্যাঙ্ক টার্নার। এরকম উইকেটে খেলার আগে এরকম পিচে খেলাও তো অভ্যাস করতে হবে ’।