আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক ওডিআই সিরিজ হার এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্𒉰যাচে হেরে꧋ সিরিজ ড্র করার পর ঘুরে দাঁড়াল দঃ আফ্রিকা ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে প্রথম একদিনের ম্যাচে হারিয়ে দিল প্রোটিয়াজ শিবির। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তাঁরা আয়ারল্যান্ডকে হারাল ১৩৯ রানে।
টি২০তে হারের প্রতিশোধ, প্রথম ওডিআইতে জয় দঃ আফ্রিকার-
দঃ আফ্রিকার জয়ের দিনে অর্ধশতরান করলেন ট্রিস্টান স্টাবস এবং রায়ান রিকেলটন। এই জয় প্রোটিয়াদের কাছে আরও গুরু🐼ত্বপূর্ণ কারণ গত সপ্তাহে এই আয়ারল্যান্ডের কাছেই টি২০ ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে যায় দঃ আফ্রিকা দল। টেম্বা বাভুমাদের সেই হারের ক্ষতে কিছুটা প্রলেপ হল এই ম্যাচে জেতায়।
অর্ধশতরান দুই প্রোটিয়া ব্যাটারের…
নিজের তৃতীয় ম্যাচে খেলতে নেমে দঃ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটন ১০২ বলে ৯১ রানের ইনিংস খেলেন, মারেন সাতটি চ⛦ার এবং তিনটি ছয়। কিন্তু প্লে ডাউন হয়ে যাওয়ার নিজের প্রথম শতরানের সুযোগ হাতছাড়া হয় তাঁর। আরেক প্রোটিয়া ব্যাটার ট্রিস্টান স্টাবস খেলতে নেমেছিলেন নিজের পঞ্চম ওডিআই ম্যাচে। সেখানে তিনি করলেন ৮৬ বলে ৭৯ রান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭১ রান তোলে দঃ আফ্রিকা। স্টাবস এবং রিকেলটন চতুর্থ উইকেটের জুটিতে তোলেন ১৫২ রান।
ম্যাচের পর রিকেলটন বলছেন, ‘যখন ট্রিস্টান খেলতে নেমেছিল, তখন আমরা জানতাম সমস্যায় রয়েছি, তবে দ্রুত ಌরান তোলা শুরু করায় ফের ভালো জায়গায় আমরা চলে এসেছিলাম’। এদিনও বল হাতে নজর কাড়েন আয়ারল্যান্ডের মার্ক আদায়ার। তিনি চার উইকেট তুলে নেন। তবে ব্যাট করতে নেমেই বিপর্যয়ের সামনে পড়ে আইরিশরা।
মাত্র ৬১ রানের মধ্যেই পাঁচ উইকেট পড়ে গেছিল আয়ারল্যান্ডের। তখনই বোঝা যাচ্ছিল এই ম্যাচ বার করা অনভিজ্ঞ আইরিশদের পক্ষে কঠিন। সেটাই হল, শেষ পর্যন্ত ১৩9 রানে ম্যাচ জিতে নিল প্রোটিয়াজরা। চার উইকেট নেন লিজাড উইলিয়ামস। ম্যাচের সেরা নির্বাচিত হন রায়ান রিকেলটন।♏ সিরিজে ১-০ এগিয়ে গেল টেম্বা বাভুমার দল। আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচও হবে আবু ধাবিতে। তৃতীয় এবং সিরিজের শেষ ম্যাচ সোমবার আবু ধাবিতেই।