আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই, শেষ মুহূর্তের প্রস্তুত সেরে ফেলেছেন তারা। একদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতে দীর্ঘদিনের খড়া কাটানো এবং দেশবাসীর স্বপ্ন পূরণ করা। আ🔯বার অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য টেস্ট সিরিজ জিতে সমতা ফেরানো। সুতরাং দুই দলের কাছেই সমানভাবে গুরুত্বপূর্ণ𓂃 এই সিরিজ। তবে দর্শকদের উন্মাদনা ও ম্যাচের মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া রিপোর্ট। মনে করা হচ্ছে ম্যাচ চলাকালীন ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
'বক্সিং ডে'র দিন সেঞ্চুরিয়নে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সিরিজ পকেটে তুলতে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছে দুই দল। দিন দুয়েক আগে, এক মাস বিরতির পর, শিবিরে ফিরেছেন রোহিত শর্মা। দীর্ঘ সময় নেটে ব্যাট হাতে অনুশীলন করার পাশাপাশি দলের ক্রিকেটারদের দিকেও নজর দেন তিনি। একই দায়িত্ব পালন করতে দেখা যায় বিরাটকেও। অন্যদিকে, প্রোটিয়া শিবিরেও লক্ষ্য করা গেছে চরম ব্যস্ততা। তবে সব আশায় জল ঢালতে পারে বৃষ্টি, এমনটাই💎 বলছে আবহাওয়া রিপোর্ট।
সেই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, ৯৬ শতাংশ সম্ভনা রয়েছে ভারী বৃষ্টির এবং ৩৮ শতাংশ সম্ভাবনা রয়েছে ঝড়ের। ম্যাচ চলাকালীন মাঝেমধ্যেই পড়বে বৃষ্টি। সকাল সাতটা থেকে ৯টার মধ্যে ঝড়ের একটি প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও দুপুরের দিকে মাঝেমধ্যেই হবে ভারী বৃষ্টি।' বলে রাখা ভালো, রবিব🍨ার পুরো মাঠকেই ঢেকে 🐓রাখা হয়েছিল এবং সোমবার বৃষ্টির জেরে নেটে অনুশীলন করতে নামতে পারেনি দুই দলেরই ক্রিকেটাররা।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। 'মেন ইন ব্লু'কে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা এবং দ൲ক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে সেঞ্চুরিয়নে, দ্বিতীয়টি হবে নিউল্যান্ডে এবং অন্তিম ম্যাচটি কেপটাউনে।
একনজরে টিম ইন্ডিয়ার টেস্ট দল: রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহামꦡ্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, কেএস ভরত, অভিমুন্য ঈশ্বরন।
দক্ষিণ আফ্রিকা দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি ডিজর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উয়ান মুলদার, লুঙ্গি এনগিদি, কিগান পিটারসেন, কাগিসো স্টাবদা, ত্রিস্তাꦗন রাবাদা, কাইল🦂 ভেরিন।