ভারতের শিল্পজগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। তবে শুধু শিল্পে নয়, ক্রীড়াক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তাই এহেন ব্যক্তিত্বের মৃত্যুতে দেশের প্রথম সারির ক্রীড়াবিদরা শোক প্রকাশ কর🍨বেন না তা হতে পারে না। সচিন থেকে সৌরভ কিংবা নীরজ কেউ ভুললেন না এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করতে। গতকাল রাতেই টাটা গ্ৰুপের তরফে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন তারকা থেকে রাজনৈতিক নেতারা। এমনকী পিছিয়ে নেই বাংলার ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
রতন টাটার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন সৌরভ গাঙ্গুলি। তিনি লেখেন, ‘মিস্টার রতন টাটার মৃত্যুতে আমি ভারাক্রান্ত হৃদয়ে আমার শোক প্রকাশ করছি। আমার জন্য, এটি একটি গভীর ব্যক্তিগত ক্ষতি। তাঁর ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং দৃষ্টিভঙ্গি অসাধারণ ছিল, তিনি যে দয়া এবং নম্রতাকে মূর্ত করেছ💛িলেন তা আমার উপর একটি অনির্দিষ্ট ছাপ রেখে গেছে। রতন টাটা সত্যিকার অর্থে লাখে একজন ছিলেন- একজন অতুলনীয় নেতা,𒅌 শিল্পে একজন বিপ্লবী…..’।
টুইট করেছেন নীরজ চোপড়াও। তিনি লেখেন, ‘শ্♈রী রতন টাটা জির মৃত্যুর কথা শুনে আমি খুবই দুঃখিত। তিনি একজন দূরদর্শী ছিলেন এবং আমি তাঁর সঙ্গে যে কথোপকথন করেছি তা আমি কখনই ভুলব না। তিনি এই সমগ্র ভারতবাসীকে অনুপ্রাণিত করেছেন। আমি প্রার্থনা করি যে তাঁর প্রিয়জনরা শক্ত🃏ি পান। ওম শান্তি’।
অন্যদিকে শোক প্রকাশ করা হয় বাংলার ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের তরফে। গত বছর ইস্টবেঙ্গলের তরফে এই মহান ব্যক্তিত্বকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হয়েছিল। শুধু তাই নয়, সচিন থেকে শুরু ক🥂রে বীরেন্দ্র সেহওয়াগ-কে নেই সেই তালিকায়। সচিন তাঁর পোস্টের মাধ্যমে রতন টাটার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত তুলে ধরেন। রতন টাটাকে নিয়ে লিখতে বসলে তা যে শেষ হবে না, এ বলাইবাহুল্য। তাঁর মতো ব্যক্তিত্ব ভারতবর্ষে খুবই কম রয়েছে। ৮ থেকে ৮০ সকলেই তাঁকে সম্মানের সঙ্গে 𝄹দেখতেন। তাই এহেন ব্যক্তিত্বের চলে যাওয়ার খবরে শোক প্রকাশের লোকের অভাব নেই। ক্রিকেটার থেকে ফুটবলার, এমনকি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত রতন টাটার জন্য শোক প্রকাশ করেছেন।