সহজ ম্যাচ কঠিন করে জেতে অনেক দল। কিন্তু সহজ ম্যাচকে কঠিন করে কিভাবে হারতে হয় সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াঙ্খেড়েতে মাত্র ১৪৭ রান তাড়া করতে নেমেই বিপর্যস্ত অবস্থা হল ভারতীয় ব্যাটারদের। ঋষভ পন্ত বাদ দিয়ে বাকিরা সকলেই ব্যর্থ হলেꦫন। পন্তের আগ্রাসী ব্যাটিং ভারতকে খেলায় রাখলেও আম্পায়ারের সিদ্ধান্তই এবং রিভিউয়ের ফলাফলই ভারতীয় দলকে চাপে ফেলে দিল।
আরও পড়ুন-খারাপ ভাগ্য না দায়সারা ক্রিকেট! বিরাটের রান আউট নিয়ে উঠল প্রশ্ন! আবার 🧜বিপদে ভারত…ভিডিয়ো
ইন ফর্ম ব্যাটার গিলের বাজে জাজমেন্ট-
একইভাবে শুভমন গিলের বারবার আউট হওয়া নিয়ে বিরক্ত সুনীল গাভাসকর। প্রথম ইনিংস🌌ে ৯০ রান করেছিলেন গিল। আশা করা হয়েছিল দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান তাড়া করতে নেমে গিল হয়ত একটা দায়িত্বশীল ইনিংসই খেলবেন। কিন্তু আবারও ভুল জাজমেন্টের জন্য তিনি আউট হয়ে সাজঘরে ফিরলেন মাত্র ১ রানেই, আর টিম ইন্ডিয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাও পর্যুদস্ত হল।
আরও পড়ুন-কিং নন, ‘কিং মেকার’ র🦂োহিত! তাঁর এই স্বার্থত্যাগে অটুট মুম্বই ইন্ডিয়ান্সের দূর্গ…
৮ ব্যাটার সিঙ্গল ডিজিটে আউট-
১১ জন ভারতীয় ব্যাটারের মধ্যে মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের গণ্ডিতে পৌঁছালেন। বাকিরা সবাই ফ্লপ। রোহিত ১১, ওয়াসিংটন সুন্দর ১২ এবং ঋষভ পন্ত ৬৪। তবে ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমন গিলের আউটে বেজায় বিরক্ত প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সুনীল গাভাসকর। যেভাবে বল মিস জাজমেন্ট করে গিল আউট হলে, তা বেশ দৃষ্টিকটুই লাগল। কারণ✱ প্রথম ইনিংসে বড় রান করা ইন ফর্ম ব্যাটারের থেকে এমন আউট সত্যিই অপ্রত্যাশিত।
মিস জাজমেন্টের জন্য আউট গিল-
ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে আজাজ প্যাটেলের একটি ডেভিভারি পিচ হয়েছিল অফ স্টাম্পের বাইরে। সেই বল আগে থেকেই গিল অনুমান করেছিলেন হয়ত উইকেটের বাইরে থেকে বেরিয়ে যাবে। সেই মতো জাজমেন্ট নিয়ে বলটা ছেড়ে দেন। কিন্তু সেই বলই স্পিন করে ঘুরে গিয়ে উইকেটে লাগতেই ক্লিন বোল্ড হয়ে যান গিল। বাঁহাতি স্প🐠িনার ক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা আরও একবার প্রকাশ পেল।
এবার শেখার সময় এসেছে- গাভাসকর
গিলের এমনভাবে আউট হওয়া দেখে বেজায় বিরক্ত হন সানি। তিনি সঙ্গে সঙ্গেই বলেন,' কতবার আমরা দেখব যে গিল এভাবে বল ছাড়তে গিয়ে আউট হবে? স্পিনার আর ফাস্ট বোলারদের ক্ষেত্রে কোন বলটা খেল♑তে হবে, আর কোন বলটা ছাড়তে হবে, সেটা নিয়ে এবার আরও প্রস্তুতি এবং অনুশীলন করার সময় এসেছে ভারতীয় দলের '। প্রসঙ্গত ৪ বল খেলে মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন গিল। এই টেস্ট ভারতীয় দল ২৫ রানে হেরে যায়।