IPL মেগা অকশনের দিন যত এগিয়ে আসছে উত্তেজনা তত বেড়ে চলেছে। এবারের নিলামে অনেক বড় নামকে অংশ নিতে দেখা যাবে। তার মধ্যে অবশ্যই চর্চায় রয়েছে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্তের মতো ক্রিকেটাররা। এবার এই দুই ক্রিকেটারকেই রিটেন করেনি তাঁদের꧂ পুরোনো ফ্র্যাঞ্চাইজি। এরকম পরিস্থিতিতে এই দুই ক্রিকেটারকে নিজেদের দলে টানতে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি যে বড় দাম হাঁকবে সেটা বলার অপেক্ষা রাখে না। IPL ২০২৪-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স। তবে তাঁকে রিটেন না করার সিদ্ধান্ত নেওয়া হয় KKR-এর তরফে। ফলে, অধিনায়কের খোঁজে থাকা দলগুলোর কাছে তিনি যে প্রথম পছন্দ হবেন তা এক প্রকার ধরেই নেওয়া যায়।
অনেকটা একই রকম ভাবছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি মনে করছেন KKR নিলামে শ্রেয়সের জন্য বিড করবে। যদি তারা না করে তবে দিল্লি ক্যাপিটালসের তরফে তো অবশ্যই করা হবে। তিনি বলেন, 'যখন KKR IPL ২০২৪ চ্যাম্পিয়ন হয়েছিল তখন শ্রেয়স অধিনায়ক ছিল। এই মুহূর্তে হয়তো তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি তাকে রিটেন করেনি ঠিকই, কিন্তু আমার মনে হয় শ্রেয়সের নাম যখন নিলাম🅠ে উঠবে তখন তার জন্য বিড করবে KKR, যদি তারা সেটা না করে তবে দিল্লি ক্যাপিটালস সেটা করবে। এই একই কথা প্রযোজ্য ঋষভের জন্যও।'
IPL ২০২৫-এর জন্য কলকাতা নাইট রাইডার্স মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা হলেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা এবং বর♋ুণ চক্রবর্তী। এবার মেগা নিলামে কলকাতার হয়ে নতুন একজনকে অংশ নিতে দেখা যাবে। তিনি হলেন ডোয়েন ব্রাভো। নতুন মেন্টর হয়েছেন তিনি। গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ায় KKR- এর মেন্টর পদ ছাড়তে হয় তাঁকে। তাই সেই কুর্সিতে স্থান পেয়েছেন ব্রাভো।