চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র ১৪৯ রানে। ২২৭ রানের লিড নিয়েছিল ভারত। তবে এরপরে ফলোঅন না দিয়ে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। তবে এদিনও রোহিত শর্মা নিজের ইনিংসকে🥂 লম্বা করতে পারেননি। সাত বলে ৫ রান করে সাজঘরে ফিরেছিলেন। এদিন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় অবাক করা একটা ছবি দেখা গিয়েছিল। আসলে ব্যাট কꦦরার সময়ে নিজের হেলমেটের ফিতা কামড়াচ্ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার শাকিব আল হাসান। এই ছবি টিভির ক্যামেরায় ধরা পড়ে। প্রশ্ন ওঠে শাকিব কেন এমনটা করছেন?
চাপের সময়ে মাঠে নামেন শাবিক আল হাসান-
১২.৫ ওভারে বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে মাত্র ৪০ রান। মাথার ওপর পাহাড়সম চাপ। এরপরে ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে লড়াই চালান শাকিব আল হাসান। দলের বিপর্যয় এড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের এমন সময় টিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। স্ট্রাইকপ্রান্তে থাকা অবস্থাতেও হেলমেটের ফিতা কামড়া🌟চ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার শাকিব আল হাসান। কিন্তু কেন এমনটা করছেন তিনি? দর্শকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়।
আরও পড়ুন… IND vs BAN: সবসময় তাদের মধ্যে ‘ইগো’ দেখা যায়: বুমরাহ-সিরাজকে নিয়ে কথা বܫলতে গিয়ে কেন এমন বললেন কার্তিক?
হেলমেটের ফিতা কামড়াচ্ছেন শাকিব আল হাসান
হঠাৎ ব্যাটিং করার সময় হেলমেটের ফিতা কামড়াচ্ছেন শাকিব আল হাসান? বিভিন্নজন বিভিন্নভ🍷াবে ব্যাখ্যা করেছেন। একজন বলেছেন এটা কোনও কুসংস্কার হতে পারে। এরপরে সকলেই জানতে চান, শাকিব এমনটা কেন করছিলেন? তবে টেস্টের ধারাভাষ্য ক꧋ক্ষে থাকা তামিম ইকবাল জানালেন এর অন্য এক কারণ। বাংলাদেশের প্রাক্তন ওপেনার জানিয়েছেন, খেলার সময় মাথার পজিশন ঠিক রাখতেই এভাবে হেলমেটের ফিতা কামড়াচ্ছিলেন শাকিব আলা হাসান।
আরও পড়ুন… IND vs BAN ♛Test: ৪০০-র মধ্যে ভারতকে গুꦿটিয়ে দেবে বাংলাদেশ- দ্বিতীয় দিনের আগে মাহমুদ হাসানের হুঙ্কার
কেন এমনটা করছিলেন শাকিব?
শাকিবের ফিতা কামড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই অনেকে জানিয়েছেন, এটা নিছক অভ্যাসের কারণে হতে পারে। কেউ কেউ অবশ্😼য দাবি করেছেন, চাপে পড়লে এভাবে ফিতা কামড়ান বাংলাদেশি অলরাউন্ডার। তবে ধারাভাষ্যের দায়িত্বে থাকা দীনেশ কার্তিক এক অন্য কারণ ব্যাখ্যা করেছেন। শাকিবের রহস্যময় এমন আচরণের কারণ জানতে চান তামিম ইকবালের কাছে। এ সময় তামিম জানান, মাথার অবস্থান ঠিক রাখার জন্য শাকিব এটা করেন। বাংলাদেশি ওপেনারের ভাষায়, ‘খেলার সময় মাথাটা যেন লেগ সাইডে বেশি না সরে, তা নিশ্চিত করতে ꦯএটাই শাকিবের উপায়।’
আরও পড়ুন… ভিডিয়ো: ওকে ৪০ ওভার খেলতে দাও, বাকিরা এমনই আউট হয়ে যাবে: বাবর🐈 আজমকে ꦉসরফরাজ আহমেদের স্লেজিং