༒ বাংলার নতুন টি-২০ লিগের শুরুতেই হার মনোজ তিওয়ারিদের। মঙ্গলবার শুরু হয় বেঙ্গল প্রো টি-২০ লিগ। উদ্বোধনী ম্যাচেই হারবার ডায়মন্ডসকে উত্তেজক লড়াইয়ে পরাজিত করে শিলিগুড়ি স্ট্রাইকার্স।
༒ ইডেনে টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জেতেন হারবার ডায়মন্ডসের ক্যাপ্টেন মনোজ। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ঋত্বিক রায়চৌধুরীর নেতৃত্বাধীন শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। শিলিগুড়ি ১৯.৩ ওভারে ১৪১ রানে অল-আউট হয়ে যায়।
ꦇ দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন শান্তনু। যদিও তিনি ৪১টি বল খরচ করেন। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ১৮ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস খেলেন অঙ্কুর পাল। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২০ রান করেন বিকাশ সিং।
🌳 এছাড়া ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৭ রান করেন বিশাল ভাটি। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। অভিষেক রামন ৫, যুবরাজ ৫, তরুণ ৬, আকাশ দীপ ৪, সুরজ জসওয়াল ৩, রাজকুমার পাল ২ ও ক্যাপ্টেন ঋত্বিক ১ রানের যোগদান রাখেন।
ꦚ হারবার ডায়মন্ডসের হয়ে ২৮ রানে ৩টি উইকেট নেন প্রয়াস রায় বর্মন। অরিত্র চট্টপাধ্যায় নেন ২৭ রানে ২টি উইকেট। ২৫ রানে ২টি উইকেট নেন আমন সিং শেখাওয়াত। মহম্মদ কাইফ ও অনুরাগ তিওয়ারি ১টি করে উইকেট পকেটে পোরেন। ক্যাপ্টেন মনোজ ১ ওভার বল করে ৫ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তিনি।
🌠 জবাবে ব্যাট করতে নেমে হারবার ডায়মন্ডস ১৯.৫ ওভারে ১৩৩ রানে অল-আউট হয়ে যায়। ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে শিলিগুড়ি স্ট্রাইকার্স। বাদল সিং ২২ বলে ৩৭ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। প্রয়াস ব্যাট হাতেও নজর কাড়েন। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩২ রান করেন। ক্যাপ্টেন মনোজ ১৩ বলে ৪ রান করে আউট হন। ৮ বলে ৪ রান করেন সায়ন।
ℱআরও পড়ুন:- PAK vs CAN: ইংলিশ দলের মতো ‘অন্য জায়গায়’ তো যাচ্ছে না! বাবরদের রাত-বিরেতে ক্যাফেতে
♛ শিলিগুড়ি স্ট্রাইকার্সের সুরজ জসওয়াল ৩.৫ ওভারে ২৯ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। ৩১ রানে ৩টি উইকেট নেন রাজকুমার পাল। ১টি করে উইকেট সংগ্রহ করেন আকাশ দীপ, বিশাল ভাটি ও বিকাশ সিং। ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সুরজ জসওয়াল।