ভারতের পূর্ণ সময়ের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পরেই বড় সাফল্য পেয়েছেন সূর্যকুমার যাদব। সূর্যের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে চরিথ আসালঙ্কাদের হোয়াইওয়াশ করেছে টিম ইন্ডিয়া। তবে টি২০ সিরিজ খেলেই দেশে ফিরে এসেছেন স্কাই। কারণ তিনি শুক্রবার থেকে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে শুরু হওয়া ওডিআই সিরিজের দলে নেই। এই সিরিজে রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেবেন। তবে দলের সঙ্গে না থাকলেও, বাড়িতে বসে টিভিতেই ম্যাচ দেখবেন এবং দলের সমর্থনে গলা ফাটাবেন সূর্য। পাশাপাশি তিনি স্টাম্প মাইকে রোহিত শর্মাক মজার ওয়ান-লাইনার শ🧸োনার জন্🥀য অপেক্ষা করে থাকবেন।
আরও পড়ুন: রিপো🍎র্ট- হ্যাম্পশায়ারের মেজরিটি শেয়ার কিনতে চলেছে DC-র মালিক, টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে তুলবেন
বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিয়ো বার্তায় সূর্য বলেছেন, ‘ওয়ান ডে সিরিজের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় দলকে। আমি পুরো সিরিজটিই ভালো করে দেখব। রোহিত ভাই, তোমার ওয়ান লাইনার শোনার ✃জন্য অপেক্ষায় রয়েছি। আমি জানি, তুমি স্টাম্প মাইকের কাছেপিঠেই থাকবে। দ🌠লে অনেক নতুন মুখ রয়েছে। আমি নিশ্চিত অনেক গুলো ওয়ান লাইনার শুনতে পারব আমরা।’
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকে ভারতের পূর্ণ-সময়ের টি-টোয়েন্টি অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এই নিয়ে অবশ্য তীব্র বিতর্কও হয়েছে। এখনও এই প্রসঙ্গে কম-বেশি প্রশ্ন উঠে থাকে। যাইহোক টি২০ অধিনায়ক হিসাবে সূর্যের শুরুটা ভালো হয়েছে। আর তাই আপাতত হার্দিককে অধিনায়ক না করার প্রসঙ্গটি ধামাচাꦐপা পড়ে গিয়েছে।
টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হোয়াইটওয়াশ করেছে ভারত:
সিরিজের প্রথম দু'টি টি২০ ম্যাচে সহজে জয় পেয়েছে ভারত। শেষ ম্যাচে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শ্রীলঙ্কার জয়ের জন্য শেষ ওভারে মাত্র ছয় রানের প্রয়োজন ছিল। সূর্য নি🅘জে বল করার দায়িত্ব তুলে নেন। তিনি শেষ ওভারে বল করে ২ উইকেট তুলে নেন। পাশাপাশি ৫ রান দেন। এতে ম্যাচ টাই হয়ে যায়। যার ম্যাচটি ‘সুপার ওভার’-এ গড়ায়। আর সুপার ওভারে ম্যাচ জিতে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারত।
আরও পড়ুন: রাহুল নাকি পন্ত- কে খেলবেন উইকেটকিপার হিসাবে? মুখ𓆏 খুললেন রোহিত শর্মা
এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অধিনায়ক রোহিত শর্মার দেখানো পথে হেঁটে দলের অধিনায়ক নয়, নেতা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন স্কাই। সিরিজ শেষেও তাঁর গলায় একই সুর ধরা পড়ল, ‘আমি তো সিরিজ শুরুর আগেও বলেছিলাম, আমি অধিনায়ক নই, নেতা হতে চাই।’ আর শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের স্টাইলে নেতা হไওয়ারই চেষ্ট💦া করেছেন সূর্য।