টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে এবার বড় বার্তা দিলেন সূর্যকুমার যাদব। ভারতীয় টি২০ দলের অধিনায়ক এসেছ♏িলেন দঃ আফ্রিকা সিরিজের সাংবাদিক সম্মেলনে। সেখানেই ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক টেস্ট পারফরমেন্সের কথা নিয়ে প্রশ্ন করা হয় সূর্যকে। তখনই নিজের টেস্ট দলে কামব্যাক নিয়ে বড় মন্তব্য করেন ভারতের অধিনায়ক।
রোহিত শর্মা টি২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরই টি২০ ফরম্যাটের জন্য অধিনায়ক নির্বাচিত করা হয় সূর্যকুমার যাদবকে। আর দায়িত্ব নেওয়ার পরই তি🐎নি দলকে বেশ ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছেন এবং সিরিজে জিতিয়ে চলেছেন। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, দুই সিরিজেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
আরও পড়ুন-‘যখন হওয়ার তখনই হবে, এখন বলা যাবে না’! টেসಌ্ট খেলা নিয়ে মন🀅্তব্য সূর্যর…
🦩 কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে চুনকাম হতে হয়েছে ভারতকে। সেই সিরিজে অবশ্য ছিলেন না সূর্যকুমার যাদব, কারণ 🃏তিনি টেস্টে খেলেন না। সেই নিয়ে সাংবাদিক সম্মেলনে ভারতের টি২০ অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল। তখনই সূর্য বলেন, টেস্টে যখন ফেরার হবে তখন তিনি ফিরবেন। আর টেস্টের ফেরার জন্যেও যে তিনি মুখিয়ে রয়েছেন, সেকথাও জানাতে ভোলেননি তিনি।
আরও পড়ুন-ক্রিকেট মাঠে অসভ্যতা! বরদাস্ত ꦜকরল না উইন্ডিজ বোর্ড! নির্বাসিত আলজারি 👍জোসেফ…
সূর্যকুমার যাদব জানিয়ে দেন, ‘যখন সময় হবে তখন আমি ঠিকই টেস্ট ফরম্যাটে কামব্যাক করব। আমি সমস্ত রকমের ঘরোয়া প্রতিযোগিতাতেই খেলছি, সেটা সাদা বল হোক কি লাল বল। আমি ঘরোয়া ক্রিকেটে কোনও সিরিজই﷽ বাদ দিই না, ফলে টেস্টে দলে যখন প্রত্যা🔯বর্তন হওয়ার তখনই হবে’ ।
সূর্যকুমার যাদব ভারতীয় ক্রিকেট দলের সাদা বলের ফরম্যাটে নিয়ಞমিত সদস্য হলেও এখনও পর্যন্ত খেলেছেন মাত্র ১টি টেস্টেই। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিলেন একমাত্র টেস্টে ২০২৩ সালে। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিজার্ভ স্কোয়াডে ছিলেন। তবে খেলার সুযোগ হয়নি তাঁর।
আরও পড়ুন-অবশেষে যুগের পতন! প্রায় ৫০ দেশের বিরুদ্ধে খেলা মহম্মদ নবির অবসর ঘোষণ🌳া! কবে শেষ ওডিআই?
প্রসঙ্গত যেখানে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে বারবার প্রশ্ন উঠছে ♏ডোমেস্টিক ক্রিকেটে না খেলতে নামা নিয়ে, সেখানে তিনি যে ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে খেলছেন, সেটাই নির্বাচকদের আরও একবার মনে করিয়ে দিতে চাইলেন ভারতীয় দলের টি২০ অধিন𝔉ায়ক, এমনই মনে করছে ক্রিকেটমহল।