টি-টোয়েন্টির ইতিহাসে লজ্জার নজির গড়ল অরুণাচল প্রদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে টানা ২৮টি ম্যাচে হেরেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য দল। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর আগে একটানা ২৫টি ম্যাচে হেরেছিল। আর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচে (গুজরাট, রেলওয়েজ এবং অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে) হারের পর পুরো বিশ্বের নিরিখে সেই লজ্জার মুখে পড়তে হয়েছে অরুণাচলকে। আর অরুণাচলের সেই লজ্জার নজিরের ফলে শাপমুক্তি ঘটল পাকিস্তানের কোয়েটা বিয়ারসের। ১১ বছর ধরে মাথায় সেই লজ্জার নজির নিয়ে ঘুরতে হয়েছে ওই দলকে। ২০০৫ সাল থেকে ২০১২ সালে✱র মধ্যে টি-টোয়েন্টি ফর্ম্যাটে টানা ২৭টি ম্যাচে হেরেছিল কোয়েটা।
টি-টোয়েন্টি ক্রিকেটে একটানা সর্বাধিক হার
১) অরুণাচল প্রদেশ: টানা ২৮ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে অরুণাচল প্রদেশ। ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে একটানা ২𒐪৮টি ম্যাচ হেরেছে। ২০১৯ সালের ২ মার্চ অসমের বিরুদ্ধে নয় উইকেটে হেরে সেই লজ্জাজনক ‘দৌড়’ শুরু করেছিল অরুণাচলের। তারপর থেকে যথাক্রমে ছত্তিশগড়, পঞ্জাব, মহারাষ্ট্র, রেলওয়েজ, হিমাচল প্রদেশ, হায়দরাবাদ, চণ্ড𒊎ীগড়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, চণ্ডীগড়, বিদর্ভ, মণিপুর, সিকিম, নাগাল্যান্ড, মেঘালয়, কেরল, জম্মু ও কাশ্মীর, সার্ভিসেস, হরিয়ানা, কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, গুজরাট, রেলওয়েজ এবং অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে হেরেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে আটটি ম্যাচে হেরেছিল অরুণাচল। করোনাভাইরাসের ধাক্কায় ২০২০ সালে কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। ২০২১ সালে হেরেছিল ১০টি ম্যাচে। ২০২২ সালে সাতটি ম্যাচে হেরেছিল। ২০২৩ সালে তিনটি ম্যাচ হেরেছে। তিনটি ম্যাচই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হয়েছে।🐭 আর তাতে বড় ব্যবধানে হেরেছে। প্রথম ম্যাচে ১৪৫ রানে, দ্বিতীয় ম্যাচে ১২৭ রানে এবং তৃতীয় ম্যাচে ছয় উইকেটে হেরে গিয়েছে। অরুণাচলের যা অবস্থা, তাতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরের চারটি ম্🌠যাচে হারলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
আরও পড়ুন: S💙MAT 2023: T20-তে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফ💙-সেঞ্চুরি! যুবরাজের রেকর্ড ভাঙলেন অনামী
২) কোয়েটা বিয়ারস: ২০০৫ সাল থ𓃲েকে ২০১২ সাল পর্যন্ত 🌞একটানা ২৭টি ম্যাচে হেরেছিল।
৩) মিজোরা🃏ম: সেই লজ্জাজনক তালিকার তিন নম্বরে আছে মিজোরাম রাজ্য দল। ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে একটানা ২৫টি ম্যাচে হেরেছিল।
৪) জম্মু ও কাশ্মীর: একটানা ২২টি ম্যাচ হেরেছিল জম্মু ♐ও কাশ্মীর। ২০০৯ সাল থেকে সেই হার শুরু হয়েছিল। ২০১৪ সাল পর্যন্ত চলেছিল।
৫) সিডনি থান্ডার্স:🅘 ২০💟১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে একটানা ১৯টি ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়ার দল সিডনি।