আইপিএল শুরুর আগের দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায়। এমনিতে কয়েক বছর আগে পর্যন্ত ভারতীয় দলের অনেক ক্রিকেটারই রঞ্জি ট্রফি, ঘরোয়া ক্রিকেটকে কিছুটা হেলাফেলা করত। অনেক ম্যাচেই এড়িয়ে যেত। কিন্তু সাম্প্রতিক সময় বিস♔িꦦসিআই নিয়ম করে দিয়েছে জাতীয় দলের ক্রিকেটারদেরও ঘরোয়া টুর্নামেন্ট খেলা বাধ্যতামুলক।
আরও পড়ুন-ভারত☂ মনে 🅘রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
বিসিসিআই ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের খেলা কার্যত বাধ্যতামুলত করে দেওয়ার পর থেকেই রঞ্জি, দলীপসহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে দেখা গেছে। এবার 𝔉সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলগুলো নিজেদের দলের অধিনায়ক তালিকা প্রকাশ করল, আর সেখানেই রয়েছেন শ্রেয়স, রুতুরাজের মতো তারকা।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংর🐻েজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
মুম্বইয়ের দল বরাবরই শক্তিশালী। সেটা রঞ্জি ট্রফির জন্য হোক কি অন্য কোনও ট্রফি। হবে নাই বা কেন, সূর্য꧃কুমার যাদব, শ্রেয়স আইয়ারদের মতো ক্রিকেটাররা যে খেলেন। এবারে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টেক জন্যই মুম্বই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে সেরাজ্যেরꦚই আরেক দল, মহারাষ্ট্রকে অধিনায়কত্ব করতে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়েকওয়াড়কে।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেꦉন আকা🅠শদীপও! বাংলার আর কারা দামি?
উত্তর প্রদেশ দল এখনও রঞ্জিতে তেমন কিছু করে দেখাতে পারেননি, আগামী প্রতিযোগিতায় তাঁদের দলের অধিনা𝓀য়কত্ব করবেন বর্ষিয়ান সিমার ভূবনেশ্বর কুমার।
সদ্য দঃ আফ্রিকায় গিয়ে জোড়া শতরান করেছেন সঞ্জু স্যামসন। টি২০ পরিসংখ্যান বলছে শেষ পাঁচ ম্যাচে রয়েছে তিন শতরান। সেই রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের হাতেই কেরলের অধিনায়কত্ಞবের দায়িত্ব তুলে দেওয়া হল
রাজস্থান দলের অধিনায়𒆙ক পদ থেকে দীপক হুডাকে সরিয়ে দিয়ে এই প্রতিযোগিতার জন্য অধিনায়ক বেছে নেওয়ার হল মহিপাল লোমরোরকে।
মধ্যপ্রদেশ দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে আরসিবির তারকা ক্রিকেটার রজত পতিদারক🅠ে।
দীর্ঘদিন ধরে বরোদায় খেলা ক্রুণাল পা🐻ণ্ডিয়া সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় অধিনায়কত্ব করবেন।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান👍 ক্রিকেটে…