প্রাণঘাতী দুর্ঘটনার ভয়াবহ স্মৃতিকে পিছনে ফেলে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্ত♏। তিনি মরিয়া হয়ে রয়েছেন তাঁর প্রত্যাবর্তনকে ধামাকাদার করার জন্য। এবং তাঁর জন্য তিনি বিশেষ প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। মঙ্গলবার নেটে পন্তকে বিশেষ বাউন্সার ট্রেনিং করতে দেখা গিয়েছে।
নিউইয়র্কের 🎐নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচটি কিছুটা অপ্রত্যাশিত আচরণ করে। বাউন্সও অসমান। সেটা মাথায় রেখেই বিশেষ অনুশীলন করতে দেখা গিয়েছে পন্তকে। তিনি এমন পিচে নিজের শট নিখুঁত করতে চেয়েছেন। পন্ত এক ঘণ্টারও বেশি সময় ধরে যে শটটি নিখুঁত করার চেষ্টা করেছিলেন, তা ছিল হুক। এদিকে বলে কম বাউন্স থাকলেই তাঁকে চিৎকার করে থ্রোডাউন বিশেষজ্ঞর উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছিল, ‘বাউন্সার দাও বস’।
তিনে খেলতে পারেন পন্ত
টি২০ বিশ্বকাপের🌃 ব্যাটিং অর্ডারে পন্তের উপরে নামার সম্ভাবনা রয়েছে। তিনি তিনে নামতে পারেন বলে মনে করা হচ্ছে। বাম-ডান কম্বিনেশন বজায় রাখার জন্য হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যেখানেই নামুন না কেন পন্ত, তিনি কোনও রকম খামতি রাখতে চান না। এবং তিনি নিজেকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি রাখতে চান। নিজের ফিটনেস নিয়ে নিরন্তর কাজ করছেন পন্ত।
আমরা পড়ুন: 𝕴ও এমএস ধোনি নয় যে, ওকে নেতৃত্বে ফিরিয়ে আনতে হবে- বাবরকে নিয়ে প্রকাশ্যে লড়াই দুই পাক ক্রিকেটারের
বিশেষ বাউন্সার ট্রেনিং
🙈সাধারণত শীর্ষস্থানীয় ব্যাটসম্যানরা বিশ্বকাপের প্রথম ম্যাচ এসে গেলে আর পেসের বিরুদ্ধে বাড়তি ঝুঁকি নিতে চান না। কিন্তু পন্ত যে আলাদা ধাতুতে তৈরি। তিনি উল্টে নেট প্র্যাকটিসে এসে দাবি করতে থাকেন, ‘গেট ইট রাইট ভাই, বাউন্সার খেলনা হ্যায় মুঝে (আমাকে বাউন্সার খেলতে হবে)।’ আসলে থ্রোডাউন বিশেষজ্ঞ পন্তের যাতে চোট না লাগে, সেই দিকটিও ভাবছিলেন। কিছু বল তো পন্তের মুখের সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। ভাগ্যিস, চোট লাগেনি! কিন্তু পন্ত নাছোড়বান্দা।
আরও পড়ুন: ❀প্রত্যাবর্তনটি দেখার মতো হবে… বল হাতে অনুশীলন শুরু,২২ গজে ফেরার বড় ইঙ্গিত শামির- ভিডিয়ো
প্রস্তুতি ম্যাচে তিনে ব্যাট করেছেন ঋষভ
𝄹শনিবার (১ জুন) টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচে পন্ত তিনে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন। দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর মঙ্গলবার নেটে তাঁকে আগুনে মেজাজেই পাওয়া গিয়েছে। এই বিশ্বকাপে তিনি নিজেকে উজাড় করে দিতে মরিয়া। গাড়ি দুর্ঘটনার পর দলে ফিরে নিজের প্রত্যাবর্তনকে সাফল্যে ভরিয়ে দিতে চান পন্ত।
♌এদিকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি ওপেন করেন, তবে ঋষভ পন্ত তিনে খেলতে নামতেই পারেন। সেক্ষেত্রে চারে সূর্য এবং পাঁচে হার্দিক নামতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনেই ব্যাট করতে নেমে সফলও হয়েছেন পন্ত। ম্যাচের পর রোহিত অবশ্য বলেছিলেন, ‘ওকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। আমরা এখনও ব্যাটিং অর্ডার নিয়ে বিশেষ কিছু ভাবিনি। ব্যাটিংয়ে সকলেই ফর্মে রয়েছে। বোলাররাও দুর্দান্ত কাজ করেছে। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুশি।’