একদিকে এ-গ্রুপে ক্রমশ কোণঠাসা গতবারের রানার্স দল পাকিস্তান। অন্যদিকে বি-গ্রুপে চাপ বাড়ল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের উপরে।💯 টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর বি-গ্রুপের ম্যꦐাচে স্কটল্যান্ড তাদের দ্বিতীয় জয় তুলে নেওয়ার পরেই টুর্নামেন্টের বাকি লিগ ম্যাচগুলি জোস বাটলারদের কাছে ডু অর ডাই হয়ে দাঁড়ায়। তাও সুপার এইটে যাওয়ার জন্য এবার ইংল্যান্ডকে তাকিয়ে থাকতে হচ্ছে স্কটিশদের হারের দিকে।
রবিবার অ্যান্টিগায় বি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে স্কটল্যান্ড ও ওমান। এই ম্যাচে ﷽ওমানকে ৪১ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে স্কটল্যান্ড। সেই সুবাদে স্কটল্যান্ড বি-গ্রুপের পয়েন্ট তালিকার এক নম্বর স্থান দখল করে।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওমান। তারা নඣির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫০ রান তোলে। ওপেন করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন প্রতীক আথাভালে। তিনি ৫টি চার ও ২টি ছক্কার 🃏সাহায্যে ৪০ বলে ৫৪ রান করে আউট হন। এছাড়া ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রান করে অপরাজিত থাকেন আয়ান খান। ৩৯ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন।
স্কটল্যান্ডের হয়ে ৪ ওভারে ৪০ রান খরচ করে ২টি উইকেট নেন সফিয়ান শরিফ। ১টি করে উইকেট নেন মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল, ক্রিস সোল ও ক্রিস গ্রেভস। উইকেট পাননি মাইকেল লিস্ক꧅।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১৩.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩১ বলে ৬১ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন। ২০ বলে ৪১ রান করেন জর্জ মুনসি। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ওমানের হয়ে ১টি করে উইকেট নেন বি🌺লাল খান, আকিব ইলিয়াস ও মেহরান খান। ম্যাচের সেরা হন ম্যাকমুলেন।
বি-গ্রুপের পয়েন্ট টেবিল:-
স্কটল্যান্ড এই নিয়ে ২টি ম্যাচে জয় তুলে নেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে স্কটিশদের লিগ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সুতরাং, ৩ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে স্কটল্যান্ড। ইংল্যান্ড ২ ম্যাচে মোটে ১ পয়েন্ট সংগ্রহ করেছে। সুতরা🉐ং, তাদের ৫ পয়েন্টে পৌঁছতে শেষ ২টি ম্যাচ জিততেই হবে। কোনও কারণে পয়েন্ট খোয়ালেই বিদায় নিশ্চিত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।