টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকেജ বড় অঘটনের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল আমেরিকা। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হয়। সুপার ওভারে বাজিমাত করে আমেরিকা। এই নিয়ে বিশ্বকাপের টানা ২টি ম্যাচে জয় তুলে নেয় টুর্নামেন্টের যুগ্ম আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ডালাসে এ-গ্রুপের ম্যাচে সম্ম✃ুখসমরে নামে পাকিস্তান ও আমেরিকা। টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় আমেরিকা। 💟তাদের সিদ্ধান্ত যে নিতান্ত ভুল ছিল না, সেটা বোঝা যায় প্রথম ইনিংসের পাওয়ার প্লে-তেই। পাকিস্তান পাওয়ার প্লে-র ৬ ওভারে মাত্র ৩০ রান তুলতেই ৩টি উইকেট হারিয়ে বসে।
পাকিস্তান শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন ক্যাপ্টেন বাবর আজম। ৪৩ বলের সতর্ক ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২৫ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলেন শাদব খ🅺ান। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি। তিনি ১টি চার ও 🌠২টি ছক্কা মারেন। এছাড়া ইফতিখার আহমেদ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৮ রান করেন। ফখর জামান ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১১ রান করেন। ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ৯ রান করেন মহম্মদ রিজওয়ান। উসমান খান ৩ রান করে আউট হন। ৩ রানে অপরাজিত থাকেন হ্যারিস রউফ। খাতা খুলতে পারেননি আজম খান।
আমেরিকার হয়ে ৪ ওভারে ৩০ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন কেনজিগে। ৪ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন সৌরভ নেত🦩্রভালকর। ৪ ওভারে ৩০ রান খরচ করে ১টি উইকেট নেন আলি খান। ৩ ওভারে ৩৭ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন জসদীপ সিং। ৪ ওভারে ৩৪ রান খরচ করেন হরমীত সিং। তিনি কোনও উইক🎃েট পাননি। ১ ওভারে ৬ রান খরচ করেন কোরি অ্যান্ডারসন।
জবাবে ব্যাট করতে নেমে আমেরিকাও নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান তোলে। তারꦛা ৩টি উইকেট খোয়ায়। ম্যাচ টাই হওয়ায় ফলাফল নির্ধারণের জন্য খেলা গড়ায় সুপার ওভারে। মোনাঙ্ক প্যাটেল ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। ২৬ বলে ৩৫ রান করেন আন্দ্রিজ গাউস। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন অ্যারন জোনস। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল আমেরিকার। তারা ১টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ১৪ রান তোলে। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন মহম্মদ আমির, নাসিম শাহ ও হ্যারিস রউফ। ৪ ওভারে ৩৩ র🎉ান খরচ করেꦍও উইকেট পাননি শাহিন আফ্রিদি।
সুপার ওভারে শুরুতে ব্যাট করে আমের♐িকা ১ উইকেট হারিয়ে ১৮ রান তোলে। মহম্মদ আমির ৩টি ওয়াইড বল করেন। ২টি ওয়াউড বলে দৌড়ে প্রান্ত বদল করেন দুই ব্যাটার। একটি ওয়াইড বলে বাড়তি ২ রান নඣেন দুই ব্যাটার। অর্থাৎ, সুপার ওভারে অতিরিক্ত হিসেবে ৭ রান ওঠে।
সুপার ওভারে পালটা ব্যাট করতে নেমে♛ পাকিস্তান ইফতিখারের উইকেট হারিয়ে ১৩ রান তোলে। ফলে ৫ রানে সুপার ওভার জিতে ইতিহাস গড়ে আমেরিকা। ১ ওভারের টাই-ব্রেকারে মাথা ঠান্ডা রেখে বল করেন একদা ভারতের হয়ে যুব বিশ্বকাপ খেলা সৌরভ নেত্রভালকর এবং আমেরিকাকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। ম্যাচের সেরা হন মোনাঙ্ক প্যাটেল।