কেকেআরকে আইপিএল জিতিয়েও দল ছাড়লেন শ্রেয়স আইয়ার। দিল্লি 🎃ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ঋষভ পন্ত। লোকেশ রাহুল এখন আর লখনউ সুপার জায়ান্টসের কাণ্ডারী নন। তিন তারকাকে তাদের ফ্র্যাঞ্চাইজিরা ধরা রাখতে চাইলেও শেষমেশ রিটেন করতে পারেনি। আসলে ক্রিকেটারদের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে থাকার ইচ্ছাই ছিল না এক্ষেত্রে।
আইপিএল ২০২৪-এ ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পরে ধরে নেওয়া হয়ে💟ছিল রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন। বাস্তবে তেমনটা দেখা যায়নি মোটেও। রোহিত নিলামে নাম দিলে তাঁকে নিয়ে টানাটানি পড়ꦗত নিশ্চিত। কেননা অনেকগুলি ফ্র্যাঞ্চাইজিকে নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে হবে। অথচ হিটম্যান দলের চতুর্থ রিটেন হয়েও থেকে গেলেন মুম্বই শিবিরে। এক্ষেত্রে তাঁর থেকেও বেশি টাকা পেলেন জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া।
রিটেন হওয়ার পরে রোহিত শর্মা প্রথমবার মুখ খুললেন এই বিষয়ে। তিনি জিও সিনেমায় নিজের প্রতিক্রিয়া জানালেন মুম্বইয়ের তাঁকে ধরে রাখা নিয়ে। হিটম্যানে♍র কথায় স্পষ্ট যে, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কতটা আবেগ জড়িয়ে রয়েছে তাঁর।
রোহিত বলেন, ‘আমি মুম্বইয়ে ব♌িস্তর ক্রিকেট খেলেছি। এটাই সেই জায়গা, যেখানে আমি নিজের কেরিয়ার শুরু করি। সুতরাং, এই শহর আমার কাছে খুবই স্পেশাল। তাছাড়া যখন আপনি একটি দলের হয়ে দীর্ঘদিন খেলেন, অনেক স্মৃতি ভিড় জমায়।🍬’
মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন হলেও গত কয়েকটি মরশুম মোটেও ভালো কাꦉটেনি তাদের। এ🌌ই প্রসঙ্গে রোহিত বলেন, ‘গত ২-৩ বছরে আমাদের আইপিএল মরশুম মোটেও ভালো কাটেনি। তবে আমরা সেটা বদলে দেওয়ার মরিয়া চেষ্টা চালাব।’
রোহিতকে এবার ১৬.৩০ কোটি টাকায় ধরে রাখে মুম্বই ইন্ডিয়ান্স। তারা সব থেকে বেশি ১৮ কোটি টাকায় রিটেন করে জসপ্রীত বুমরাহকে। হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব উভয়কেই ধরে রাখার জন্য ১৬.৩৫ কোটি টাকা করে দেয় মুম্বই। অর্থাৎ, এক্ষেত্রে রোহিতের থেকেও বেশি টাকা পেয়েছেন বুমরাহ, হার্দিক ও সূর্যকুমার। যদিও এই ♊নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই হিটম্যানের। বরং তাঁর মত, প্রাধান্য তাঁদের পাওয়ꦉা উচিত, যাঁরা এখনও টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলছেন।
রোহিতের কথায়, ‘যেহেতু আমি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছি, তাই আমার মনে হয়ে এটাই আমার সঠিক জায়গা। যে সব ক্রিকেটার সর্বোচ্চ মঞ্চে জাতীয় দলের হয়ে এখন প্রতিনিধিত্ব করছে, তাদের অগ্রাধিকার পাওয়া দরকার। আমি নিজে এটা বিশ্ব🌃াস করি এবং এই নিয়ে আমি খুশি।’