দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর জয়ের নায়ক তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন বিসিসিআই টিভিতে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুম🅷ার যাদবের সঙ্গে কথা বলেছেন। কথোপকথন শেষে, সূর্যকুমার তিলক এবং সঞ্জুকে রোহিতকে অভিনন্দন জানাতে বলেন। এই ღসময় তিলক এমন কিছু বললেন যে সূর্যকুমার এবং সঞ্জু দুজনেই হাসি থামাতে পারলেন না।
রোহিতের ঘরে খুশির খবর-
ভারতীয় দলে অধিনায়ক রোহিত শর্মার জীবনে আরও একবার বড়✅ সুখবর এসেছে। কন্যা সন্তানের পরে রোহিতের জীবনে পুত্রসন্তান এসেছে। রোহিতের দ্বিতীয় সন্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি জিতে এই সুখবর পেল ভারতীয় দল। দলের তরুণ ব্যাটসম্যান তিলক বর্মা যেভাবে রোহিতকে এই সুখবরে অভিনন্দন জানিয়েছেন, তা শুনে হাসি থামাতে পারেননি সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনরা।
সঞ্জু এবং তিলক ভিডিয়ো
শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে সেঞ্চুরি ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। ম্যাচের পরে, বিসিসিআই একটি ভিডিয়ো শেয়ার করেছে যাতে অধিনায়ক সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মাকে দেখা যাচ্ছে এবং তারা নিজেদের মধ্যে কথা বলছেন। ভিডিয়োর শেষে, সূর্যকꦛুমার যাদব, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা তাদের সতীর্থ তথা অধিনায়ক রোহিত শর্মাকে অভিনন্দন জানাতে বলেছিলেন।
মজা করলেন সূর্য-রোহিত-সঞ্জু
সূর্যকুমার যাদব বলেছেন যে রোহিত শর্মা বাবা হয়েছেন, তাকে অভিনন্দন জানিয়ে আপনি কী বলতে চান? এ বিষয়ে তিলক বলেন, তাঁরা খুব খুশি। রোহিত ভাই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। যদি এক-দুই দিন দেরি হতো, তিনি সেখানে পৌঁছে যেতেন। এই কথা শুনে সূর্যকুমার যাদবও মজা করেন। এরপরে তি﷽লক বললেন, সে তখনই রোহিতের ছেলেকে দেখতে চলে য়াবে। কারণ সে খুব উত্তেজিত ছিল। সঞ্জুর পালা এলেই সে লজ্জা পায়। তারপর তিনি বলে, ‘রোহিত ভাই এবং তার পরিবারের জন্য খুব খুশি। সুপা🌼র খুশি।’
তিলক বর্মা অভিনন্দন জানিয়েছেন
এই খবরে খুশি ছিলেন তিলক বর্মা। তিনি বলেন, ‘আমরা খুব খুশি। রোহিত ভাই এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। যদি দু-একটা দিন দেরি করে এটা হত তাহলে আমি সেখানে পৌঁছে যেতাম, কিন্তু এবার খুব তাড়াতাড়ি আমি ওখানে তাঁকে দেখতে আসব।’ এই কথ꧟া শুনে মজার ছলে তিলক বর্মাকে জড়িয়ে ধরেন সূর্যকুমার যাদব। এরপরে ভারতীয় দলের অধিনায়ক তিলক বর্মাকে বললেন, ‘আরে ভাই, তুই কি আমাকে কাঁদাবি?’
দেখুন সেই ভিডিয়ো-
সূর্যকুমার যাদবও নিজের ইচ্ছা প্রকাশ করলেন
সেই সঙ্গে রোহিত শর্মাকেও অভিনন্দন জানিয়েছেন সঞ্জু স্যামসন। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেছিলেন যে তাকেও ছোট ক্রিকেটারের জন্য ছোট প্যাড এবং ব্যাট নিয়ে দেখা করতে যেতে হবে। সঞ্জু স্যামসনও ভারতীয় অধিনায়ককে তার নিজের ভা꧒ষায় বড় ভাই বলে অভিনন্দন জানিয়েছেন।
কী হয়েছিল সিরিজের শেষ ম্য়াচে-
জয় দিয়ে দক্ষিণ আফꦜ্রিকা সফর শেষ করেছে ভারতীয় দল। চতুর্থ ও শেষ🐼 টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের সুখে অন্য সুখ পেল টিম ইন্ডিয়া। দ্বিতীয়বারের মতো বাবা হলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা। তার স্ত্রী রিতিকা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।