পঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে কার্যত একার হাতে বাংলাকে জয় এনে দেন শাহবাজ আহমেদ। ১০ রানে ৪ উইকেট হারানো বাংলা গতবারের চ্যাম্পিয়নদের হারাতে সক্ষম হয় শাহবাজের ৪৯ বলে ১০০ রানের রূপকথার ইনিংসের সুবাদে। এবার দ্বিতীয় ম্যাচে তিলক বর্মার হায়দরাবাদকে দাপটের সঙ্গে পরাজিত করে বাংলা। এবারও বাংলার জয়ে ব্যাটে-বলে উল্লেখযোগ্য অবদান রাখেন শাহবাজ। উল্লেখযোগ্য বিষয় হল, মুস্তাক আলির পরপর ম্যাচে বাং💮লাকে জয় 🐽এনে দেওয়া সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স মুখ ফিরিয়ে থাকে শাহবাজের দিক থেকে।
সোমবার ♛হায়দরাবাদের বিরুদ্ধে বাংলার জয়ে বল হাতে অনবদ্য ভূমিকা রাখেন মহম্মদ শামি। অন্যদিকে তিলক ဣবর্মা টি-২০ ক্রিকেটে টানা ৩টি সেঞ্চুরির পরে এই ম্যাচেও হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান। তবে তাঁর প্রয়াস ব্যর্থ হয় দল ম্যাচ হেরে বসায়।
টানা তিন ম্যাচে সেঞ্চুরির পরে বাংলার বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি তিলকের
তিলক বর্মা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮টি চার ও ৭টি ছক্কা🌸র সাহায্যে ৫৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের ম্যাচে ৯টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ১২০ রান করে অ🏅পরাজিত থাকেন তিলক। মেঘালয়ের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গত ম্যাচে ১৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ১৫১ রান করে আউট হন তিলক। এবার বাংলার বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৭ রান করে আউট হন তিলক।
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এ-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তারা ১৮.৩ ওভারে ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। তিলকের হাফ-সে𝔉ঞ্চুরি ছাড়া ২৩ বলে ৩০ রান করেন রাহুল বুদ্ধি। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
চমকপ্রদ বোলিং মহম্মদ শামি-শাহবাজের
বাংলার হয়ে ৩.৩ ওভার 🌸বল করে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন মহম্মদ শামি। শাহবাজ আহমেদ ২ ওভারে ১৪ রান ꦺখরচ করে ২টি উইকেট পকেটে পোরেন। এছাড়া ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নেন করণ লাল। ৩ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নেন কণিষ্ক শেঠ।
হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় বাংলার
পালটা ব্যাট করতে নেমে বাংলা ১৭.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩৮ রান ত🍌ুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে বাংলা। অভিষেক পোড়েল ৩৯ বলে ৪১ রান করেন। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। ২৯ বলে ৪৬ রান করেন করণ লাল। তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন। ২১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি ২টি চার মারেন। ১৮ বলে ২০ রান করে নট-আউট থাকে꧙ন শাহবাজ আহমেদ। তিনি ২টি চার মারেন।