বিIPL 2025-এ বেশ ভালোই ছন্দে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অজি ক্রিকেটার টিম ডেভিড। তাঁদের দলও এবারে ভা🌌লোই খেলছে। আপাতত আইলিএলের পয়েন্ট তালিকায় আরসিবি রয়েছে সবার ওপরে, যেটা সচরাচর দেখা যায় না। লিগ স্টেজের শেষে এসে বিরাটরা অনেক সময়ই লড়াই করেন কো♐নও মতে প্লে অফের দৌড়ে ঢোকার জন্য, সেখানে এবার কোহলিরাই রয়েছেন আইপিএল প্লে অফ নিশ্চিত করার দৌড়ে সবার ওপরে।
আইপিএলের শীর্ষে আপাতত RCB
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের আইপিএলে ভালো পারফরমেন্সের প্রধান কারণ যদি হয় বিরাট কোহলির ব্যাটিং, তাহলে দ্বিতীয় কারণ অবশ্যই দুই অস্ট্রেলি✅য়ান তারকার পারফরমেন্স। একজন জোশ হেজেলউড, যিনি কয়েক মাস আগে সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি চোটের জন্য। কিন্তু আইপিএলে এসে তিনি কার্যত আগুন লাগিয়ে দিয়েছেন নিজের দুর্দান্ত বোলিংয়ের সাহায্যে। তিনি রয়েছেন পার্পেল ক্যাপের তালিকাতেও।
IPL 2025-এ ছন্দে রয়েছেন টিম ডেভিড
আরেক অজি তারকা এবারের আইপিএলে আরসিবিকে অনেক ম্যাচেই ভালো ফিনিশ করিয়ে দিয়েছেন, তিনি হলেন টিম ডেভিড। গতবার যিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। এবারে উইল জ্যাকসকে মুম্বইয়ের জন্য কার্যত ছেড়ে দিয়েছিল আরসিবি, আর তারা টিম ডেভিড🐭কে দলে নিয়েছিল। কেন অজি তারকাকে কার্তিকরা নিয়েছিলেন সেটাই এবারে প্রমাণ করেছেন তিনি। ১১ ম্যাচে ১৮৬ রান করলেও তাঁর স্ট্রাইক রেট প্রায় ২০০ ছুঁই ছুঁই। এমন অনেক ম্যাচেই তিনি শেষদিকে নেমে ছোট ছোট ক্যামিও খেলেছেন, যেগুলো দলের জন্য টার্নিং পয়েন্ট হয়ে গেছে।