আর কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরই শুরু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা হয়ে গেছে দলগুলোর। এখন চলছে ফিনিশিং টাচের পালা🧔। কেউ ব্যস্ত টি২০ সিরিজ খেলে নিজেদের ঝাল♔িয়ে নিতে, তো কেউ আবার ব্যস্ত আইপিএলের নিজেদের শক্তি যাচাই করতে। অধিকাংশ দেশ অবশ্য আইপিএলেই ক্রিকেটার পাঠিয়েছেন, কারণ এখানে সব দলেই বিভিন্ন দেশের ক্রিকেটাররা থাকায় তাঁদের দেশের ক্রিকেটারদের প্রস্তুতি আরও ভালো হবে মনে করছে অনেক দেশের ক্রিকেট বোর্ড। ২০২৪ আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় তাঁরা শুধুই নেট রান রেটে পিছিয়ে রয়েছেন এক ম্যাচ কম খেলে।
এবারে তাঁদের ওপেনিং জুটি সেভাবে ক্লিক না করলেও বাটলার একাই বেশ কয়েকটি ম্যাচ জিতিয়ে দ🅰িয়েছেন। যশস্বী জয়সওয়ালও মুম্বইয়ের বিপক্ষে করেছিলেন অনবদ্য শতরান, জিতিয়েছিলেন দলকে। শেষ কয়েকটি সিরিজে জাতীয় দলের হয়েও অনবদ্য পারফরমেন্স করেছেন যশস্বী। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তো ব্রিটিশ বোলারদের নাস্তানাবুদ করে দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। এবার তাঁর দলেরই বিদেশি সতীর্থ হুঙ্কার দিলেন, বিশ্বকাপের মঞ্চে যশস্বীকে দেখে নেবেন তিনি।
আরও পড়ুন-IPL 2024- আ♔ইপিএল থেকেই ছ𝔍িটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচে যশস্বী করেছেন ৩১৬ রান। আন্তর্জাতিক ক্ষেত্রে ৯টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ১০২৮ রান। ১৭ টি২০ ম্যাচে ৫০২ রান করেছেন উত্তর প্রদেশ থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটার। তাঁর প্রশংসা করেই কিউয়ি তারকা বলছেন, তাঁর অন্🥀যতম পছন্দের ক্রিকেটার যশস্বী। বিশ্বকাপে ওর বিরুদ্ধে খেলার তিনি সুযোগ পাবেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন। বলার অপেক্ষা রাখে না, এবারের আইপিএলে ১০ ম্যাচে ১০ উইকেট নেওয়া বোল্ট মুখিয়ে রয়েছে যশস্বীর উইকেট নেওয়ার জন্যই।
রাজস্থান রয়্যালসের সোশাল নেটওয়ার্কিং সাইটে এক সাক্ষাৎকারে বোল্টকে বিভিন্ܫন প্রশ্ন করা হয়। প্রথমে রোহিত-বিরাটদের বাঁহাতি পেসার খেলার দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে বোল্ট বলেন, ‘ আমার মনে হয় না ওদের বাঁহাতি পেসার খেলতে অসুবিধা 🌱হয়। এটা ক্রিকেট, এখানে ওরকম হয়ে যায়। আমার ছোট থেকে স্বপ্ন ছিল বিশ্বের সেরা ব্যাটারদের বিরুদ্ধে খেলব আর আউট করব, আমি সেটাই চেষ্টা করি’।
এবারে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাঁহাতি ব্যাটার থাকবেন যশস্বী জয়সওয়াল। কোনও দুর্বলতা খুঁজে পাওয়া গেছে তাঁর, এই প্রশ্নের উত্তরে বোল্ট বলেন,' যশস্বী আমার খুব পছন্দের ক্রিকেটার, শেষ কয়েক মরশুম ধরেই ভালো খেলছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভালো খেলেছে। বিশ্বকাপ আসছে, সেখানে ওকে বল করার সুযোগ পাব, এখন সেদিকেই তাকিয়ে 🌱আছি'।
আরও প꧃ড়ুন-হঠাৎই Undert🔯aker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো
এবারে নিউজিল্যান্ড দল সবার আগে টি২০ বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করেছিল, বোল্ট আশা করছেন দুর্ভাগ্যের মেয়াদ শেষ হবে। এবারই অবশেষে তাঁরা ফা🍨ইনালে উঠে বহুকাঙ্খিত ট্রফি জিততে পারবেন। দল বেশ অভিজ্ঞ এবং প্রতিভায় সমৃদ্ধ, তাই তাঁর আশা এবারে ভালো কিছু করে দেখাবে ব্ল্যাক ক্যাপসরা।